কলকাতা, 1 অগস্ট: স্কুলের ভিতর দুই বা চারচাকা গাড়ি নিয়ে ঢুকতে পারবে না পড়ুয়া থেকে অভিভাবকেরা ৷ তার জন্য দিতে হবে নির্দিষ্ট ফি ৷ ফরমান জারি হল আইআইএম জোকা কেন্দ্রীয় বিদ্যালয়ে ৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সরব হলেন অভিভাবকেরা ৷ ডায়মন্ড হারবার রোডে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ৷ ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা ৷ অফিস টাইমে সারি সারি দাঁড়িয়ে পড়ে গাড়ি ৷
বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর, হরিদেবপুর থানার পুলিশ ও ঠাকুরপুকুর ট্রাফিক গার্ড ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তারা ৷ তবে বিক্ষোভকারী নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ ৷ গাড়ির জন্য অতিরিক্ত ফি তাঁরা দেবেন না, এই অবস্থানে অনড় অভিভাবকেরা ৷ এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনার দাবি জানায় বিক্ষোভকারীরা ৷ পথ অবরোধ সরাতে গেলে ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে ৷ প্রায় চার ঘণ্টা এই অবরোধ চলার পর বর্তমানে তা উঠে গিয়েছে ৷ তবে বিক্ষোভ চলছে ৷
জানা গিয়েছে, ডায়মন্ড হারবার রোড থেকে জোকা ম্যানেজমেন্টের ভিতর কেন্দ্রীয় বিদ্যালয়ের দূরত্ব প্রায় 700 মিটার । অভিভাবক ও পড়ুয়াদের বক্তব্য, যদি গাড়ি নিয়ে ভিতরে না ঢোকা যায়, তাহলে এই পথ ছাত্র-ছাত্রীদের হেঁটে যেতে হবে ৷ পড়ুয়াদের গেটে ছেড়ে দিলে স্কুল ব্যাগ বয়ে নিয়ে যেতে কষ্ট হবে ৷ কারণ অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এই স্কুলে পড়ে ।