পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃহস্পতি থেকে ফের স্বাভাবিক গ্রিন লাইন 2, বাড়ছে মেট্রোর সংখ্যা - GREENLINE METRO SERVICE

23 জানুয়ারি থেকে গ্রিন লাইনে ফের স্বাভাবিক হচ্ছে মেট্রো চলাচল ৷ 114 থেকে বেড়ে পরিষেবার সংখ্যা হচ্ছে 130টি ৷

Kolkata Metro
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 10:35 PM IST

কলকাতা, 22 জানুয়ারি:প্রথম ধাপের ট্রায়াল রান শেষ হওয়ার পর এবার ফের পশ্চিম এবং পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে মেট্রো চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । তাই আগামিকাল বৃহস্পতিবার অর্থাৎ 23 জানুয়ারি থেকে ফের ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন 2-এর পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে ।

মেট্রোর কাজের জন্য এতদিন 114টি পরিষেবা চালানো হচ্ছিল ৷ তবে বৃহস্পতিবার থেকে সেই পরিষেবার সংখ্যা বাড়িয়ে ফের 130টি করা হচ্ছে । হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে সকাল 7টা থেকে রাত 9টা 45 পর্যন্ত পরিষেবা মিলবে । পাশাপাশি দিনের ব্যস্ত সময় অর্থাৎ সকাল 9 টা থেকে বেলা 11টা এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতি 12 মিনিট অন্তর মিলবে একটি মেট্রো । তবে দিনের বাকি সময় প্রতি 15 মিনিট অন্তর মিলবে মেট্রো ।

প্রথম পরিষেবা :

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল 7 টায় ৷

শেষ পরিষেবা :

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে ।

বৃহস্পতিবার থেকে মহাকরণ স্টেশনে আর কোনও মেট্রো যাত্রা শুরু বা শেষ করবে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ । এদিন থেকে আবারও স্বাভাবিক ছন্দে সবকটি পরিষেবা একদিকে হাওড়া ময়দান অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যাত্রা শেষ করবে এবং পুনরায় ওখান থেকে যাত্রা শুরু করবে ।

23 জানুয়ারি থেকে সোম-শনিবার পর্যন্ত 130টি মেট্রো চলাচল করবে । অন্যদিকে, রবিবার পুনরায় 62টি পরিষেবা পাওয়া যাবে ৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন গ্রিন লাইন 2-তে 46টি মেট্রো চলাচল করত । রবিবার গ্রিন লাইন 2-তে পরিষেবা শুরু হবে বেলা 2টো 15 মিনিটে এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে । প্রতি 15 মিনিট অন্তর মিলবে একটি মেট্রো ।

ABOUT THE AUTHOR

...view details