পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাদুর পারলৌকিক কাজ করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু নাতি-নাতনির - GRANDCHILDREN DROWNED - GRANDCHILDREN DROWNED

Grandchildren Drowned in River: দাদুর শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হল নাতি-নাতনির ৷ ঘটনায় শোকের ছায়া নেমেছে ইসলামপুরের কনিভিটা এলাকায় ৷

Children drowned in River
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 10:00 PM IST

রায়গঞ্জ, 11 জুলাই: প্রয়াত দাদুর পারলৌকিক কাজ করতে গিয়ে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল নাতি-নাতনির ৷ মৃতদের নাম তুলি দাস (12) ও শুভম দাস (13) ৷ বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের কনিভিটা এলাকায় ৷

তুলি দাসের মাসি সন্ধ্যা দাস বলেন, "তিন দিন আগে বাবা মারা গিয়েছেন ৷ নদীর ঘাটে গিয়েছিলাম কাজ করতে ৷ আমরা স্নান করে ওঠার পর বাচ্চারা বলে নদীতে পা ধুতে যাবে ৷ তারপরেই কীভাবে তারা নদীতে তলিয়ে গেল বুঝতে পারলাম না ৷ ঘণ্টাখানেক পর তুলি ও শুভমকে উদ্ধার করা হয় ৷" যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি যতনলাল সিংহ জানিয়েছেন, নদীতে শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করতে গিয়ে 6 জন কিশোর-কিশোরী ডুবে যাচ্ছিল ৷ যাদের মধ্যে চারজনকে বাঁচানো সম্ভব হলেও বাকি দু'জনকে বাঁচানো যায়নি ৷

পরিবারসূত্রে জানা গিয়েছে, প্রবীণ ধীরেন দাস কয়েকদিন আগে মারা গিয়েছেন ৷ ধীরেনবাবু পারলৌকিক কাজের জন্য দলঞ্চা নদীঘাটে পরিবারের সদস্যরা গিয়েছিলেন ৷ বড়রা স্নান করে উঠে যাওয়ার পরে 4 জন কিশোর-কিশোরীরাও ওই নদীতে স্নান করতে নেমেছিল ৷ তবে নদীতে জল বেশি থাকায়, আচমকাই কিশোর-কিশোরীরা তলিয়ে যেতে থাকে ৷ এমন পরিস্থিতি দেখে উপস্থিত বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন ৷ বাকি চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও তলিয়ে যায় তুলি দাস ও শুভম দাস ৷

প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টার পর তুলি ও শুভমকে উদ্ধার করা সম্ভব হয়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷ তুলি দাসের বাবা-মা বাইরে শ্রমিকের কাজ করেন ৷ মেয়ের মৃত্যুর খবর তাঁদের দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায় জুড়ে।

ABOUT THE AUTHOR

...view details