কলকাতা, 21 জুলাই:কুলতলির সাদ্দামের বাড়ির সুড়ঙ্গকাণ্ড নিয়ে সরব হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুন্দরবনের সঙ্গে যুক্ত মাতলা নদীর সঙ্গে সুড়ঙ্গের সংযোগ স্থাপন আন্তর্জাতিক বা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুধু তাই নয়, ঘটনার তদন্তে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনাও মারাত্মক বলে মনে করেন তিনি ৷
রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়কে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কুলতলির ঘটনা ৷ একুশে জুলাইয়ের রাতে রাতে সোশাল মিডিয়ায় পোস্ট করে এমনই মন্তব্য করে কুলতলি ঘটনার যাবতীয় তথ্য তলব করেছেন রাজ্যপাল। রাজ্যের পুলিশ প্রশাসনের থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাও জানতে চেয়েছেন রাজ্যপাল ৷
শুধু তাই নয়, অভিযুক্ত সাদ্দামের দীর্ঘদিন জাল সোনার কারবারের বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন যে একেবারে কিছুই জানত না, তা মানতে নারাজ রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে আনন্দ বোস লিখেছেন, "পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে, তখন পুলিশ প্রশাসন অভিযুক্তের বাড়িতে অভিযান করলে পালটা হামলা চালানো হয়েছে ৷"
ভূপতিনগর, সন্দেশখালি, বনগাঁ-সহ একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্যের তদন্তকারী সংস্থা কিংবা পুলিশের উপর ঘটনা যথেষ্ট উদ্বেগের জন্ম দেয় বলেও উল্লেখ করলেন রাজ্যপাল। এরই সঙ্গে তিনি যোগ করেছেন, আরও গুরুত্বপূর্ণ বিষয় দেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে। কারণ, মাতলা নদী সুন্দরবন লাগোয়া বা সুন্দরবন এলাকাতেই। যা বাংলাদেশের সঙ্গে জুড়ে রয়েছে।
ফলে অভিযুক্ত সাদ্দাম এই মাতলা নদী কিংবা তার সঙ্গে জুড়ে থাকা সুড়ঙ্গ দিয়ে আন্তর্জাতিক চোরাচক্র কিংবা দুষ্কর্ম করছিল কি না, সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ এদিন সে বিষয়টিও উল্লেখ করেছেন সিভি আনন্দ বোস ৷ তাই সংবিধানের একাধিক ধারা উল্লেখ করে একাধিক বিষয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে তথ্য তলব করেছেন তিনি ৷
রাজ্যপালের তরফে, টানেলের বর্তমান পরিস্থিতি এবং তার গতিপথ সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে ৷ একই সঙ্গে, আন্তর্জাতিক সীমান্তে এই ধরনের কার্যকলাপ শনাক্ত করতে পুলিশ এবং গোয়েন্দা ব্যবস্থার ব্যর্থতার কারণ, পুলিশের নিষ্ক্রিয়তা, আইনের শাসনের স্পষ্ট লঙ্ঘন, জনসমক্ষে মহিলাদের পোশাক খুলে চাবুক মারা-সহ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, তারও বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল ৷