পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'শান্তিপূর্ণ প্রতিবাদে দমন নয়', নবান্ন অভিযানের আগে সতর্কবার্তা রাজ্যপালের - RG Kar Doctor Rape and Murder Case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

Nabanna Cholo by Paschimbanga Chatra Samaj: আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে দুপুর 2টোয় নবান্নে জমায়েত করবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ৷ তাদের সঙ্গে থাকবে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ ছাত্র সমাজের এই প্রতিবাদকে যেন কোনও ভাবে দমন-পীড়ন করা না হয়, সাবধান করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 9:33 AM IST

কলকাতা, 27 অগস্ট: ছাত্র সমাজের নবান্ন অভিযানের আগে সতর্কবার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার রাতে রাজভবনের তরফে রাজ্যপালের একটি ভিডিয়ো বার্তা সংবাদমাধ্যমকে দেওয়া হয়েছে ৷ তাতে রাজ্যপাল বলছেন, "শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের দমন করতে পশ্চিমবঙ্গ যেন সরকারি ক্ষমতার অপব্যবহার ব্যবহার না করে ৷ সরকারের কাছে আমার আর্জি, মনে রাখবেন, গণতন্ত্র মানে নীরব সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগরিষ্ঠতাকে নীরব করে দেওয়া নয় ৷"

মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ৷ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসকের হত্যার ঘটনার প্রতিবাদে এই অভিযান ৷ এই অভিযানে কলকাতা পুলিশ অনুমতি দেয়নি ৷ তা সত্ত্বেও এদিন দুপুর 2টোয় নবান্নে জমায়েত হবে বলে জানা গিয়েছে ৷

সেই মিছিলের আগের রাতে রাজ্যপালের এই সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ ৷ এই অভিযানকে নিয়ন্ত্রণে রাখতে ড্রোন থেকে শুরু করে জল কামান- সবদিক দিয়ে প্রস্তুতি নিয়েছে পুলিশ ৷ এই অভিযানে অশান্তির ঘটনা ঘটতে পারে, বহুবার পুলিশের তরফে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে ৷ অন্যদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে মিটিং-মিছিলে পুলিশি দমন নিয়ে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট । সেই নির্দেশ উল্লেখ করে রাজ্যপাল রাজ্যের প্রশাসনকে সাবধান করেছেন ৷

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দেওয়া হলেও এর নেপথ্যে রাজ্য বিজেপির মদত রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ ৷ কারণ উদ্যোক্তাদের অনেকেই বিজেপির সঙ্গে জড়িত, এমন প্রমাণ পাওয়া গিয়েছে ৷ তাই পশ্চিমবঙ্গের চারটি বামপন্থী ছাত্র সংগঠন আজকের এই মিছিলে বা অভিযানে সামিল হচ্ছে না ৷

এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেব বলেন, "সংবাদমাধ্যম-সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন খবরের ভিত্তিতে স্পষ্ট, কয়েকজন প্রাক্তন তৃণমূল নেতা এবং কয়েকজন বিজেপি নেতার নেতৃত্বে 'মুখোশধারী ছাত্র সমাজে'র একাংশ এই অভিযানের ডাক দিয়েছে বলে জানতে পারছি ৷ আমাদের স্পষ্ট বক্তব্য, যারা হাথরস, কাঠুয়া-সহ একাধিক ঘটনায় পথে নামেননি তাঁদের থেকে এ ধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয় ৷ বরং, সাধারণ মানুষ ছাত্রসমাজ তিলোত্তমার বিচারের দাবিতে যে আন্দোলন শুরু করেছে, তাকে বিপথে চালিত করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ বাংলা ছাত্রসমাজ এই অভিযানে থাকবে না ৷" হাসপাতালে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের কোনও প্রতিনিধিই এই নবান্ন অভিযানে থাকবেন না ৷

ABOUT THE AUTHOR

...view details