কলকাতা, 15 ফেব্রুয়ারি:"আমি এখনও দিল্লিতে কোনও রিপোর্ট জমা করিনি ৷ রাজ্যের রিপোর্টের অপেক্ষায় রয়েছি", বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বুধবার রাতে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল ৷ সেখান থেকে বেরিয় তিনি এই মন্তব্য করেন ৷ সন্দেশখালি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷
তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত শেখ শাহজাহান এখনও ফেরার ৷ তিন-তিন বার ইডি-র তলব এড়িয়ে গিয়েছেন তিনি ৷ এদিকে সেদিনই জামিনের পর ফের গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার ৷ সন্দেশখালিতে মহিলারা তৃণমূলের অত্যাচারের অভিযোগ তুলে পথে নামেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন ৷ সব মিলিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালি ৷
এই পরিস্থিতিতে সোমবার কেরল থেকে ফিরে সোজা সন্দেশখালি যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি নিজেই সেখানে মহিলাদের সঙ্গে কথা বলেন এবং সব রকম পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন ৷ আবার এদিনই সন্দেশখালি থেকে সোজা দিল্লি পৌঁছন রাজ্যপাল ৷
এরপর থেকেই জল্পনা ছড়ায় যে, সন্দেশখালির ঘটনা নিয়ে দিল্লিতে রিপোর্ট পেশ করেছেন রাজ্যপাল ৷ তবে বুধবার রাতে তাতে জল ঢেলে দিয়ে রাজ্যপালের স্পষ্ট বলেন, "আমি এখনও দিল্লিতে রিপোর্ট জমা করিনি ৷ আমি রাজ্যের নির্বাচিত সরকারের কাছে, রিপোর্ট চেয়েছি ৷ অপেক্ষা করছি ৷ তারপর দরকার পড়লে দিল্লিতে রিপোর্ট পাঠাব ৷ আমি সুকান্ত মজুমদারকে দেখতে এসেছিলাম ৷ তাঁকে এখানে সব থেকে ভালো পরিষেবা দেওয়া হচ্ছে ৷"
এদিকে উত্তর দিনাজপুরের চোপড়াতে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছে সোমবারই ৷ এনিয়ে শাসক দল তৃণমূল বিএসএফের বিরুদ্ধে সুর চড়িয়েছে ৷ ঘটনার দিনই প্রতিনিধি দল তৈরি করে রাজ্যপালের কাছে অভিযোগ করা এবং বিস্তারিত আলোচনার জন্য সময় চেয়েছিল তারা ৷ বৃহস্পতিবার রাজভবনে তৃণমূলের 12 সদস্যের প্রতিনি দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাজ্যপালের ৷ সে বিষয়ে তিনি বলেন, "শাসকদলের প্রতিনিধি এলে দেখা করব ৷ শুনব ৷ তারপর প্রয়োজন পড়লে যাব ৷"
আরও পড়ুন:
- সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন, তদন্তে বিজেপি'র উচ্চস্তরীয় কমিটি
- আপাতত স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সুকান্ত মজুমদার
- শেখ শাহাজাহানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ব্লু-প্রিন্ট সাজাচ্ছে ইডি