পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডের রিপোর্ট দিল্লি পাঠাচ্ছেন রাজ্যপাল, বার্তা রাজ্যকেও - RG Kar Doctor Rape and Murder

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ড নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একই সঙ্গে গোটা ঘটনার রিপোর্ট তিনি দিল্লিতে পাঠাবেন বলেও জানিয়েছে রাজভবন ৷

RG Kar Doctor Rape and Murder
আরজি কর রিপোর্ট দিল্লি পাঠাচ্ছেন রাজ্যপাল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 10:33 PM IST

কলকাতা, 10 অগস্ট: আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংস খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এ বিষয়ে রাজ্যকে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একইসঙ্গে এই গোটা ঘটনার রিপোর্ট তিনি দিল্লিতে জমা দেবেন বলেও রাজভবন সূত্রের খবর ৷

এই ইস্যুতেই শনিবার ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরীর নির্দেশে রাজ্যের কংগ্রেসকর্মীরা এদিন আরজি কর ছাড়াও একাধিক ইস্যুতে রাজ্যপালের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। এদিন কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছে। যদিও উভয় দলকেই রাজ্যপাল আশ্বস্ত করেছেন, যথাযথ আইনত পদক্ষেপ গ্রহণের।

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্য়ায় বলেন, "আরজি করের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। রাজ্যপালের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখা ৷ কারণ, এই ধরনের পরিস্থিতি আমাদের সবাইকে নাড়া দিয়েছে।" শুধু তাই নয়, আশুতোষ চট্টোপাধ্য়ায়ের আরও অভিযোগ, "হওড়ার আমতায় 11 বছরের একটি মেয়েকে ধর্ষণ ও খুন করা হয়েছিল। শাসকদলের মদত থাকায় নির্যাতিতার পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। ঠিক তেমনি জলপাইগুড়ির ময়নাগুড়িতে কংগ্রেস নেতা মানিক রায়ের খুনেরও সঠিক তদন্ত করতে হবে।"

এদিকে রাজভবনের মিডিয়া সেলের তরফের টুইট করে জানানো হয়েছে, এদিন সনাতন সংস্কৃতি সংসদের স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে সাধুদের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে। বাংলাদেশের জর্জরিত সমস্যা এবং সেখানকার হিন্দুদের দুর্দশার প্রতি তার দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। রাজ্যপাল তাঁদেরও আশ্বস্ত করে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নেবে। কেন্দ্র সব পরিস্থিতি সম্পর্কে অবহিত।

ABOUT THE AUTHOR

...view details