কলকাতা, 17 সেপ্টেম্বর: চেন্নাইয়ে অনাহারে ও অসুস্থতায় তীব্র সংকটের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 12 জন শ্রমিক ৷ তাঁদের পাশে দাঁড়াতে তৎপর রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বাংলার শ্রমিকদের সমস্যার কথা শুনে কোচি থেকে সোজা চলে গিয়েছেন চেন্নাইতে ৷ ওই শ্রমিকদের আর্থিক সহায়তার ব্যবস্থা করেন রাজ্যপাল ৷
পশ্চিমবঙ্গের 12 জন শ্রমিক খাদ্য ও আর্থিক সমস্যার কারণে আটকে পড়েছেন চেন্নাইয়ে । জানা গিয়েছে, তাঁরা কাজের খোঁজে দক্ষিণের রাজ্যে গেলেও সেখানে কাজ পাননি । তাঁদের মধ্যে 5 জন অনাহারে রেলস্টেশনে অজ্ঞান হয়ে পড়েন । ইতিমধ্যেই তাঁদের চেন্নাইয়ের রাজীব গান্ধি জেনারেল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । মঙ্গলবার রাজভবন সূত্রে এমনটাই দাবি করা হয়েছে ।
7 জন শ্রমিককে চেন্নাই পুরনিগমের সেফ হোমে রাখা হয়েছে । তাঁদের কথা শুনে কলকাতায় ফেরার পরিবর্তে কোচি থেকেই চেন্নাইয়ে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । চেন্নাইয়ের ওই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি দুর্গত শ্রমিকদের তাৎক্ষণিক আর্থিক সহায়তার ব্যবস্থাও করেছেন রাজ্যপাল । সিভি আনন্দ বোসের আইনি উপদেষ্টা অ্যাডভোকেট গোপিকা, স্থানীয় প্রশাসন ও চেন্নাই পুরনিগমের সিটি হেলথ অফিসার ডা. জগদীশানের সঙ্গে পরামর্শ করে ওই শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করছেন ।
চেন্নাইয়ের হাসপাতালে বাংলার যে শ্রমিকরা ভর্তি রয়েছেন, তাঁদের তালিকা...
1) গণেশ মিদ্যা (52), তিনি তীব্র ডিহাইড্রেশন ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত
2) অসিত পণ্ডিত (47), তিনি তীব্র ডিহাইড্রেশন ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত
3) সত্য পণ্ডিত (42), তীব্র ডিহাইড্রেশন ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত
4) মানিক ঘোড়ুই (50), তীব্র ডিহাইড্রেশন ও গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত
5) সমর খান (35), গুরুতর ডিহাইড্রেশন/সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস/হাইপোভোলেমিক শক ও তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত ৷