কলকাতা, 31 জানুয়ারি: আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের । কিন্তু, সেই পূর্ব নির্ধারিত সময়ের আগেই আজ সাতসকালে দিল্লি পাড়ি দিয়েছেন তিনি ।
দমদম বিমানবন্দর থেকে উড়ান ধরতে বুধবার সকাল ছ'টার আগেই রাজভবন থেকে বের হয়ে যান রাজ্যপাল । সূত্রের দাবি, আগামী 3 ফেব্রুয়ারি তিনি কলকাতায় ফিরবেন । তাঁর দিল্লি সফর নিয়ে রাজভবনের অলিন্দে চর্চা শুরু হয়েছে । কারণ, গতকালই রাজ্যের বকেয়া পাওনা নিয়ে মুখ খুলতে শোনা যায় রাজ্যপালকে । তিনি স্পষ্ট জানিয়েছিলেন, "রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে তাঁর দ্বিধা নেই ।" তাহলে কি দিল্লি সফরকালে রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল ? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷
এ বিষয়ে প্রশ্ন করা হলে রাজভবন সূত্রের দাবি, "বলতেই পারেন । দিল্লি গেলে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা করেন রাজ্যপাল । এই তালিকায় রাজ্যের বকেয়া পাওনা, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা, শাহজাহান শেখের গ্রেফতারি না হওয়ার প্রসঙ্গ উঠতেই পারে । অর্থাৎ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে ।"