কলকাতা, 25 জুন: ব্যাংকে জমা করার জন্য 16 লক্ষ টাকা দিয়েছিলেন বস ৷ সেই টাকা ব্যাংকে জমা না-করে দিঘায় চুটিয়ে আনন্দ করে এলেন কর্মী ৷ কোনও বেসরকারি সংস্থা নয়, এই ঘটনা ঘটেছে খাস কলকাতার একটি সরকারি অফিসে ৷
মধ্য কলকাতার বউবাজার থানা এলাকার একটি সরকারি অফিসে কাজ করতেন রাহুল রায় । রবিবার রাহুলকে তাঁর বস অফিসের অ্যাকাউন্ট থেকে 16 লক্ষ টাকা ব্যাংকে জমা করার নির্দেশ দেন । অফিস থেকে নগদ টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে বেরোলেও সেই টাকা আর ব্যাংকে পৌঁছয়নি । অভিযোগ, সেই টাকা আর বন্ধুদের নিয়ে দিঘায় চলে যান রাহুল । সেখানে চলে প্রবল আমোদ-প্রমোদ । শুধু তাই নয়, তার মধ্যে থেকে এক লক্ষ টাকা আবার মা’কে দিয়ে গিয়েছিলেন রাহুল ৷
লক্ষ টাকা ব্যাংকে জমা করার পরিবর্তে কর্মী নিয়ে চলে যাওয়ায় হুলুস্থুল পড়ে যায় অফিসে ৷ অভিযোগ দায়ের করা হয় স্থানীয় বউবাজার থানায় । বউবাজার থানা সূত্রে খবর, রবিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয় । অফিসের তরফ থেকে বলা হয়, রাহুল রায় এক কর্মীকে 16 লক্ষ টাকা ব্যাংকে জমা করার জন্য দেওয়া হয় । কিন্তু সেই টাকা ব্যাংকে জমা দেওয়ার বদলে দিঘায় চলে গিয়েছেন ওই কর্মী । দিঘা থেকে তিন বন্ধু-সমেত রাহুলকে গ্রেফতার করে বউবাজার থানার পুলিশ ।
তবে রাহুল এবং তাঁর বন্ধুদের কাছ থেকে পুরো টাকা উদ্ধার হয়নি । এরপরেই মঙ্গলবার ভোররাতে জেরা করে পুলিশ জানতে পারে, তাঁর মা দমদমে রয়েছেন । কিন্তু সেখানে গিয়েও রাহুলের মায়ের খুঁজে পাওয়া যায়নি । পরে ফোনের লোকেশন ট্র্যাক করে নিমতায় এক আত্মীয়ের বাড়ি থেকে মালতি রায়কে গ্রেফতার করা হয় । উদ্ধার হয় 1 লক্ষ টাকা । বাকি টাকা কোথায় তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ।