কলকাতা, 1 নভেম্বর:উৎসবের আনন্দ দ্বিগুন করতে স্পেশাল ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে গুগল-পে । যা এখন ট্রেন্ডিং ৷ যখনই পেমেন্টের জন্য গুগল-পে খুলছেন তখনই হয়তো লক্ষ্য করছেন এই লাড্ডুর বিষয়টি ৷ আর 1001 টাকা ক্যাশব্যাকের ব্যাপারটাও নজরে পড়েছে হয়তো ৷ তবে কিছুতেই বুঝতে পারছেন না এ কী ব্যাপার ! লাড্ডু পাঠালেই শয়ে শয়ে টাকা পাওয়ার ব্যাপারটাও জানা নেই অনেকের ৷ কী করবেন আর কী করবেন না তা সবিস্তারে বুঝিয়ে দিল ইটিভি ভারত।
উৎসবের মরশুমে আনন্দ অনেকটা বাড়াতে লাড্ডুকে নিয়ে এই মজার খেলা শুরু করেছে গুগল পে। দীপাবলির এই উপহারে মজেছেন নেটিজেনরা ৷ নিশ্চয়ই ভাবছেন দীপাবলি চলে যাওয়ার পর দীপাবলির অফার কেন দিচ্ছে গুগল পে ? আসলে গুগল-পে তে কালারফুল লাড্ডু জোগাড় করে 1001 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফারটি তা শুরু হয়েছে 31 অক্টোবর থেকে ৷ চলবে 7 নভেম্বর পর্যন্ত ৷ ইতিমধ্যে 6টি কালারফুল লাড্ডু সংগ্রহ করে অনেকেই পেয়েছেন স্ক্র্যাচ কার্ড। আর সেখান থেকেই পুরস্কার হিসেবে টাকা জিতেছেন ৷ কেউ 50, কেউ 100, কেউবা আবার 500 বা তারও বেশিও ক্যাশব্যাক পেয়েছেন ৷
কীভাবে লাড্ডু সংগ্রহ করবেন?