বালুরঘাট, 17 মে: ভারত-বাংলাদেশ হিলি সীমান্তে উদ্ধার 76 লক্ষ টাকার সোনার বিস্কুট । সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুটগুলি পাচার করার সময় এক ভারতীয় পাচারকারীকে আটক করে বিএসএফ । ধৃত পাচারকারী যুবকের নাম জিন্নাত আলি মণ্ডল (21) বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবারই ধৃতকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । শুক্রবার তাকে জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ হিলি সীমান্ত চালানকারীদের করিডরে পরিণত হয়েছে বলে বিএসএফ সূত্রে বারবার দাবি করা হয়েছে । দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিক ভারত-বাংলাদেশ সীমান্ত থাকায় চোরা কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে । নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের পাশাপাশি কখনও সীমান্তে উদ্ধার হয়েছে সাপের বিষ, আবার কখনও সোনার বিস্কুট । বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির হাঁড়িপুকুর ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হয় বিপুল সোনার বিস্কুট।