দুর্গাপুর, 8 এপ্রিল:দুর্গাপুরে দিলীপ ঘোষকে দেখে 'গো ব্যাক' স্লোগান দিলেন তৃণমূল সমর্থকেরা ৷ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের ৷ শাসকদলের কর্মীদের সঙ্গে হাতাহাতি জড়ালেন বিজেপি সমর্থকেরা ৷ ঘটনায় সোমবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ফুলঝোড় মোড়ে ৷ যদিও এদিনের ঘটনা নিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সাফাই, "আমার সঙ্গে চা খেতে বহু মানুষ এসে জমায়েত করেছে । সেই কারণে ওই এলাকার ব্যবসায়ীদের দোকান বন্ধ হয়ে যাচ্ছিল । সেজন্যই তৃণমূলের কিছু মহিলা এসেছিল ঝামেলা করতে । এরা বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই করতে পারবে না ।
প্রত্যেকদিনের মতো আজও প্রাতঃভ্রমণ সেরে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ফুলঝোড় মোড়ে চায়ে-পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ ৷ সেসময় এলাকার বেশ কিছু মানুষ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সেখানে পৌঁছতেই তাঁকে দেখে 'জয় বাংলা' 'দিলীপ ঘোষ দূর হাটো', 'গো ব্যাক' স্লোগান দিতে থাকে। বেশ কিছুজনের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকাও দেখা যায় । যারা দিলীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তাঁদের মধ্যে অনেকে মহিলাও ছিলেন। কেন্দ্রের প্রতিশ্রুতি দেওয়া প্রকল্পের সুবিধা বাংলার মানুষ কেন পাচ্ছে না? এই দাবি দিলীপ ঘোষের কাছে জানানোর পরে তিনি কোন কথাই বলতে চাননি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তারপরেই বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে ।