হলদিয়া, 25 মে: তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ ৷ শনিবার সকালে বুথ পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী ৷ এদিন সকালে হলদিয়ায় একটি বুথে ভোটগ্রহণ ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী ৷ বিজেপির বুথ এজেন্টকে অপহরণের অভিযোগ শুনে দ্রুত পৌঁছে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ অভিযোগ, সেখানে তাঁকে ঘিরে দফায়-দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ যদিও তার পালটা অভিজিৎ বলেন, "আমাকে ঘিরে ধরার সাহস নেই ৷ আমাকে ঘিরতে এলে হাড়গোড় ভেঙে দেব ৷ আমার নিরাপত্তারক্ষীদের দুই মিনিট লাগবে না এই ভীর হঠাতে ৷"
এদিন সকালে ভোট গ্রহণপর্ব শুরু থেকেই একাধিক অভিযোগ জমা হতে থাকে বিজেপির দফতরে ৷ সেই মতো অভিযোগ পেয়ে হলদিয়ার একটি স্কুলে ছুটে যান বিজেপি প্রার্থী অভিজিৎ ৷ সেখানে এক ভুয়ো এজেন্টকে হাতেনাতে পাকড়াও করেন বিজেপি প্রার্থী ৷ ভুয়ো এজেন্টের সঙ্গে বচসার পর তাকে বুথ থেকে বেরও করে দেন অভিজিৎ ৷ এরপরই সেই বুথ থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে 'চাকরি চোর' স্লোগানও দেওয়া হয় ৷ যদিও বিক্ষোভের মাঝেই এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী ৷