মালদা, 25 এপ্রিল: বেনজির ঘটনা ঘটল চাঁচলে ৷ বুধবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রোড শো চলাকালীন মিঠুন চক্রবর্তীর নামে গো ব্যাক স্লোগান উঠল ৷ তৃণমূলের পতাকাধারী কিছু নেতা-কর্মীই এই স্লোগান তোলেন বলে জানা গিয়েছে ৷ যদিও এই ঘটনাকে অবাঞ্ছিত বলে আখ্যা দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি ৷ এদিকে খগেন মুর্মুকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসী ৷
উত্তর মালদা কেন্দ্রের পদ্ম প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এদিন চাঁচলে রোড শো এবং গাজোলে নির্বাচনী সভা করেন মহাগুরু মিঠুন ৷ নির্দিষ্ট সময়ের প্রায় তিন ঘণ্টা পর চাঁচলে পৌঁছন তিনি ৷ মিঠুনকে দেখতে অনেক আগে থেকেই রাস্তার দু’ধারে ছিল থিকথিকে ভিড় ৷ রোড শো শুরু করতেই মানুষের আবেগে ভেসে যায় গোটা চাঁচল ৷ রোড শো যাতে শান্তিতে শেষ হয়, তার জন্য যথেষ্ট সংখ্যায় পুলিশকর্মীও ছিল ৷
তাল কাটে তরলতলা এলাকায় ৷ সেখানে আগে থেকেই ঘাসফুলের ঝান্ডা নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷ এদের নেতৃত্ব দিচ্ছিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সদস্য সামিউল ইসলাম ৷ ছিলেন তৃণমূল পরিতচালিত চাঁচল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিও ৷ মিঠুনের রোড শো এগিয়ে আসতেই তাঁরা 'গো ব্যাক মিঠুন, গো ব্যাক কোবরা' স্লোগান দিতে শুরু করেন ৷ পুলিশ চেষ্টা করেও তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি ৷ উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মীরাও ৷ যদিও কোনও ঝামেলা হয়নি ৷