বর্ধমান, 15 ফেব্রুয়ারি: সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে । আর যখন সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ে যায় তখন সেটা তো প্রেম দিবসে বাড়তি পাওনা । এমনিতেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চলে তত্ত্ব বিনিময় ।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরিয়ে বাঁ দিকে এগোলেই গোলাপবাগ ক্যাম্পাস এলাকায় চোখে পড়বে একাধিক ছাত্রাবাস । ছেলেদের জন্য রয়েছে আইনস্টাইন, অরবিন্দ, চিত্তরঞ্জন, রবীন্দ্র, নেতাজি ও বিবেকানন্দ ছাত্রাবাস । তার একপাশে ঘেরা আছে কৃষ্ণসায়র উদ্যান । আর তার লাগোয়া তারাবাগ ক্যাম্পাসে রয়েছে ছাত্রী নিবাসের সমাহার ৷ নিবেদিতা, মীরাবাঈ, প্রীতিলতা, সরোজিনী ও গার্গী ছাত্রী নিবাস । বছরের এই একটা দিন অর্থাৎ একমাত্র সরস্বতী পুজোর দিনেই মেয়েদের হস্টেলে প্রবেশের অনুমতি পায় ছেলেরা ৷ পুজোর দিন প্রতিমা দর্শন আর পুজোর পরের দিন চলে তত্ত্ব বিনিময় ৷
সরস্বতী পুজোয় আলাদা বর্ধমান বিশ্ববিদ্যালয়, তত্ত্বের ঐতিহ্যে আজও রঙিন ছাত্রছাত্রী নিবাস - Saraswati Puja at Burdwan
Burdwan University Saraswati Puja: থিম পুজোর পাশাপাশি বহুদিন ধরে তত্ত্ব বিনিময় প্রথা চলে আসছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৷ এবার তো ভ্যালেন্টাইনস ডেও পড়েছে সরস্বতী পুজোর দিন ৷ আলাদা উন্মাদনা ছিল কি ?
মেয়েরা তত্ত্ব নিয়ে যাচ্ছে ছেলেদের হস্টেলে
Published : Feb 15, 2024, 10:06 PM IST
সরস্বতী পুজোর দ্বিতীয় দিনে সকাল থেকে সন্ধে চলে তত্ত্ব বিনিময় ৷ তারপর রাতে প্রতিমা বিসর্জনের সঙ্গে শেষ হয় এক বছরের অপেক্ষা ৷ আজ থেকেই ফের শুরু হয় আগামীর দিন গোনা ৷
আরও পড়ুন :