কলকাতা, 6 নভেম্বর:সমুদ্র উপকূলে নজরদারি বাড়াতে ও বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে এবার আরও উন্নত মানের জলযান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক । এই অত্যাধুনিক ও আরও ক্ষমতাশালী ভেসেলগুলি নির্মাণ করা হবে রাজ্যে । কেন্দ্রীয় সরকার অধিকৃত গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসই এমন চারটি ভেসেল নির্মাণ করার কাজ হাতে নিয়েছে । রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে ভেসেলগুলির নির্মাণ কাজের সূচনা হল ৷ রাজ্যপাল ছাড়াও মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জিআরএসই সংস্থার এমডি তথা চেয়ারম্যান পিআর হরি ।
ভারতীয় নৌসেনার জন্য অত্যাধুনিক মানের অর্থাৎ 'নেক্সট জেনারেশন অফশোর পেট্রল ভেসেল' বা এনজিওপিভি-র চারটি ভেসেল নির্মাণ করবে জিআরএসই । সমুদ্র উপকূলে টহলদারি আরও শক্তিশালী করতে 2023 সালে অত্যাধুনিক মানের 'নেক্সট জেনারেশন ওয়ার শিপ' নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয় । এছাড়াও সমুদ্র সীমান্তে পাচার ও বেআইনি অনুপ্রবেশ রুখতে এবং উদ্ধারকাজেও ব্যবহার করা হবে এই ভেসেল ।
নৌবাহিনীর অত্যাধুনিক ভেসেল বানাচ্ছে গার্ডেনরিচ (নিজস্ব ভিডিয়ো) 11টি নেক্সট জেনারেশন ভেসেল এবং আরও 6টি মিসাইল ভেসেল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই মতো 11টি নেক্সট জেনারেশন ভেসেলের চারটি তৈরি হবে গার্ডেনরিচে । আগামী 2026 সালে শেষ হবে নির্মাণ কাজ ৷ আর তারপরেই ভেসেলগুলি ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হবে । এই নির্মাণ কাজের সূচনা করে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন যে, এই ধরনের অত্যাধুনিক এবং উন্নততর নির্মাণের মধ্যে দিয়ে দেশ আরও এগিয়ে চলেছে ।
সমুদ্র উপকূলে বাড়বে নজরদারি (নিজস্ব চিত্র) আগেরগুলির তুলনায় আরও অনেক বেশি শক্তিশালী ও মজবুত হবে উন্নত মানের ভেসেলগুলি । একেকটির দৈর্ঘ্য হবে 113 মিটার, প্রস্থে 14.6 মিটার ৷ ঘণ্টায় প্রায় 42 কিলোমিটার বা 23 নটিক্যাল মাইল গতিবেগে চলবে ভেসেলগুলি । এই ভেসেলগুলিতে 24 জন আধিকারিক এবং 100 জন নাবিক একসঙ্গে উঠতে পারবেন । ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টিতেও কোনও ক্ষতি হবে না এই ভেসেলগুলির । গার্ডেনরিচে এই ভেসেল নির্মাণের কাজের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, "এটা দেশের জন্য একটা গর্বের দিন ৷"