পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিয়ালদা বিভাগের ট্রেনে বাড়ছে বগির সংখ্য়া, গঙ্গাসাগর মেলার জন্য উদ্যোগ পূর্ব রেলের - GANGASAGAR MELA 2025

জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা । এই মেলা উপলক্ষে শিয়ালদা শাখায় একাধিক পদক্ষেপ পূর্ব রেলের ৷

GANGASAGAR MELA 2025
শিয়ালদা বিভাগে বিশেষ পদক্ষেপ পূর্ব রেলের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2024, 8:21 AM IST

কলকাতা, 22 ডিসেম্বর: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ৷ পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে ভিড় জমাবেন বহু মানুষ ৷ শুধু বাংলা নয়, বিশেষ এই দিনে সাগরের জলে ডুব দিয়ে পুণ্য লাভের আশায় গঙ্গাসাগরে ভিড় জমান অন্য রাজ্য থেকে আসা বহু পুণ্যার্থী ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন বহু সাধু-সন্তও ৷ যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে শিয়ালদা শাখায় একাধিক পদক্ষেপ করল পূর্ব রেল ৷

জানুয়ারি মাসের 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা । পূর্ব রেলের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণত শিয়ালদা স্টেশনে গঙ্গাসাগর মেলার সময় প্রতিদিন 15 থেকে 18 লক্ষেরও বেশি যাত্রী হয় । তবে অনুমান, এই বছর গঙ্গাসাগর মেলা এবং প্রয়াগে মহাকুম্ভ মেলা একসঙ্গে হওয়ায় রাজ্যের বাইরের পুণ্যার্থীদের সংখ্যা কম হতে পারে ।

শিয়ালদা শাখার এক আধিকারিক জানান, এই বছর ট্রেনের বগির সংখ্য়া বাড়ানো হয়েছে ৷ 9 বগির বদলে 12 বগি নিয়ে চলবে প্রতিটি ট্রেন ৷ সেই সঙ্গে, যাত্রীদের ভিড় সামাল দিতে দুটি 12 বগির খালি রেক প্রস্তুত রাখা হবে । একটি থাকবে শিয়ালদা থেকে ৷ আর একটি রেক রাখা হবে নামখানাতে । গঙ্গাসাগর উপলক্ষে সবচেয়ে বেশি ভিড় হয় শিয়ালদা, নামখানা এবং কাকদ্বীপ স্টেশনে । তাই আগামী 12 থেকে 16 জানুয়ারি এই তিনটি স্টেশনেই বিশেষ নজর দেওয়া হয়েছে ।

শিয়ালদা ডিআরএম দফতর থেকে কী কী ব্যবস্থা নেওয়া হবে ? শনিবার সেই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয় । বৈঠকে মেলা চলাকালীন যাত্রীদের ভিড় সামলানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । মেলা উপলক্ষে আগামী 12 থেকে 16 জানুয়ারি 72 টি বিশেষ ট্রেন চালানো হবে শিয়ালদা শাখায় । স্টেশন এবং পার্শ্ববর্তী এলাকায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে বিশেষ ট্রেন পরিষেবা সংক্রান্ত ঘোষণা করা হবে । ট্রেনগুলি যাতে সময় মত চলে, সে দিকেও বিশেষ নজর রাখা হবে ।

পাশাপাশি, যাত্রীদের সুরক্ষার জন্য শিয়ালদা সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলোতে 'মে আই হেল্প ইউ' বুথ খোলা হবে । এই বুথগুলিতে সহায়তার জন্য হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে । সেই সঙ্গে, গুরুত্বপূর্ণ ফোন নম্বর যেমন পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার ব্রিগেডের নম্বর দেওয়া থাকবে ৷ বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করা হবে । এছাড়া, স্টেশনগুলিতে সিভিল ডিফেন্স, স্কাউট এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক মোতায়ন রাখা হবে ।

মেলা চলাকালীন প্রধান স্টেশনগুলিতে এবং স্টেশনের চারপাশের এলাকা পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে পূর্ব রেলের তরফে । সেই সঙ্গে থাকবে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থা ৷ কাকদ্বীপে 5টি এবং নামখানায় 5টি অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । 24 ঘণ্টা পরিষেবা দেওয়ার জন্য অস্থায়ী বুকিং ক্লার্কও নিয়োগ করা হবে । কাকদ্বীপে স্টেশনে 15টি ও নামখানায় 5টি মোবাইল ইউপিএসের ব্যবস্থা থাকবে ।

যাত্রীদের সুবিধার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশন এবং বিভিন্ন জায়গায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মোতায়েন রাখা হবে । শিয়ালদা, কাকদ্বীপ ও নামখানায় মেডিক্যাল বুথ এবং অ্যাম্বুল্যান্সের সুবিধাও থাকবে । এছাড়াও সিসিটিভি নজরদারি চালানো হবে প্রতিটি স্টেশনে । যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে শিয়ালদা স্টেশনে 25টি এবং নামখানায় 22টি অতিরিক্ত সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে । বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদা ওভারহেড তারে যদি কোনও রকম সমস্যা দেখা যায়, সেই ক্ষেত্রে সর্বক্ষণ টাওয়ার ওয়াগন প্রস্তুত রাখা হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ । সেই সঙ্গে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় অগ্নিনির্বাপক ব্যবস্থা মজুত রাখা হবে।

পড়ুন:ফের যাত্রী দুর্ভোগ ! 40 দিনে হাওড়া বিভাগে 60টি ট্রেন বাতিল

ABOUT THE AUTHOR

...view details