সন্দেশখালি, 3 জুন:রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল। তার ঠিক কয়েকঘণ্টা আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট লোকসভার সন্দেশখালি। রবিবার যে পুলিশি অভিযানের জেরে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালির আগারহাটি, ঠিক একই কারণে সোমবার রণক্ষেত্র হয়ে উঠল সরবেড়িয়া ৷ গ্রামের মহিলাদের সঙ্গে পুলিশ-র্যাফের ধস্তাধস্তি, উত্তপ্ত বাক্যবিনিময়, বিক্ষোভ কিছুই বাদ গেল না। শেষমেশ মহিলাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হল পুলিশ । বারবার গ্রামে পুলিশি অভিযানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মহিলাদের একাংশ। পুলিশের প্রবেশ ঠেকাতে সন্ধে থেকেই বাঁশ, ঝাঁটা নিয়ে ফের গ্রামে রাত পাহারায় নেমেছেন ক্ষুদ্ধ মহিলারা।
পুলিশ সূত্রে খবর, নির্বাচনী আবহে সন্দেশখালির সরবেড়িয়ায় একাধিক অশান্তি ও গণ্ডগোলের ঘটনা ঘটে। এর পিছনে ভুঁইয়া পাড়ার বিজেপি নেতা অময় ভুঁইয়ার যোগ রয়েছে বলে দাবি পুলিশের। ওই বিজেপি নেতাকে গ্রেফতারের উদ্দেশেই সোমবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ। সঙ্গে ছিল র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভেড়ির আলপথ দিয়ে গিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। পুলিশে ছয়লাপ হয়ে যায় বিজেপি নেতার বাড়ি। এরপর বাড়িতে ঢুকতেই অময় ভুঁইয়ার পরিবারের সদস্যদের বাধার মুখে পড়তে হয় পুলিশ এবং র্যাফকে। ধস্তাধস্তিও বেঁধে যায় দু'পক্ষের। এমন সময় পুলিশ বলপ্রয়োগ করে পরিবারের মহিলা সদস্যদের কার্যত টেনে-হিঁচড়ে বের করে দেয় বলে অভিযোগ। যদিও তাতেও খুব একটা সুবিধে করতে পারেনি পুলিশ। নাছোড়বান্দা মহিলাদের বাধার মুখে পড়ে বিজেপি নেতাকে গ্রেফতার না-করেই ফিরতে হয় তাদের।