পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাশে নেই দল, দিনমজুরি করে পেট চলছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের - EX PANCHAYET PRADHAN NOW LABOUR

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন ৷ এখন তাঁর অবস্থা শুনলে চোখে জল আসবে ৷ বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদন ৷

Malda News
মালদায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বর্তমান অবস্থা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2024, 9:23 PM IST

মালদা, 26 নভেম্বর: একসময় প্রধানের চেয়ারে বসে পঞ্চায়েত এলাকার যাবতীয় কাজকর্ম পরিচালনা করেছেন ৷ তাঁর একটা সই কত মানুষকে যে সরকারি ঘর পাইয়ে দিয়েছে তার ইয়ত্তা নেই ৷ সেই প্রাক্তন প্রধান এখন পেট চালাতে দিনমজুরি করেন ৷ কখনও ইটভাটায়, কখনও বা রাস্তার কাজ ৷ নিজের কোনও ঘর নেই ৷ সরকারি ঘরের জন্য আবেদন করেও এখনও তা পাননি ৷ অথচ অন্য কোনও দলের নয়, খোদ তৃণমূলের প্রধান নির্বাচিত হয়ে কাজ করে গিয়েছেন ৷

তিনি দীপালি মণ্ডল ৷ পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান ৷ দু'বছর প্রধান হিসাবে নিজের দায়িত্ব সামলেছেন ৷ সততার জন্য এখনও স্থানীয় মানুষ তাঁকে মনে রেখেছে ৷ তারপর অবশ্য দল তাঁকে আর টিকিট দেয়নি ৷ প্রধানের পদ চলে যাওয়ার পরেই তাঁকে ছেড়ে ভিনরাজ্যে শ্রমিকের কাজে চলে গিয়েছেন স্বামী বীরেন মণ্ডল ৷ আর গ্রামে ফেরেননি তিনি ৷ এখন তিনি কোথায়, কেউ জানে না ৷ একমাত্র ছেলে সঞ্জীবও বিয়ে করে স্ত্রীকে নিয়ে আলাদা থাকেন ৷ তাই দীপালিদেবীর ঠাঁই তাঁর বাবার বাড়িতে ৷ 80 বছর বয়সি বাবা অবিনাশ মণ্ডল এখনও বেঁচে রয়েছেন ৷ রাঙামাটিয়া গ্রামের কাঁচা বাড়িতেই দিন কাটছে বাবা-মেয়ের ৷

মালদার প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বর্তমান অবস্থা, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

সম্প্রতি রাঙামাটিয়া এলাকায় পূর্ত দফতরের পাকা রাস্তার কাজ শুরু হয়েছে ৷ দীপালিদেবী সেখানে শ্রমিক হিসাবে কাজ করছেন ৷ কাজ করতে করতেই বললেন, "2016 থেকে 2018 সাল পর্যন্ত আমি ভাবুক অঞ্চলের প্রধান ছিলাম ৷ তৃণমূলের টিকিটেই জিতেছিলাম ৷ টিম মমতার জন্য যথাসাধ্য কাজ করে গিয়েছি ৷ তারপর দল অবশ্য আমাকে আর ভোটের টিকিট দেয়নি ৷ যতদিন প্রধানের চেয়ারে ছিলাম, সততার সঙ্গে কাজ করে গিয়েছি ৷ মানুষের জন্য কাজ করেছি ৷ নিজের জন্য কিছু করিনি ৷ নিজের ঘরবাড়ি নেই ৷ বাবার কাঁচা বাড়িতে থাকছি ৷ স্বামী অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছে ৷ একমাত্র ছেলেও বউ নিয়ে আলাদা থাকে ৷ বাবা যে কোনও সময় আমাকে তাঁর বাড়ি থেকে বের করে দিতে পারে ৷ তখন যাব কোথায় ? অল্প কিছু জায়গা আছে ৷ সরকারি একটা ঘর পেলে খুব ভালো হত ৷ তার জন্য আবেদন করেছিলাম ৷ কিন্তু কিছু হয়নি ৷ দলের তরফেও কেউ সাহায্য করেনি ৷"

রাস্তার কাজ করেই দিন গুজরান করেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান (ইটিভি ভারত)

দীপালিদেবীর এহেন পরিস্থিতির কথা শুনে তৃণমূলের ভাবুক অঞ্চল সভাপতি দিলীপ হেমব্রম বলেন, "দীপালিদেবী 2018 সাল পর্যন্ত আমাদের দলের প্রধান ছিলেন ৷ তাঁর যে নিজের বাড়ি নেই, সেটা আমার জানা ছিল না ৷ তবে তিনি যে খুব কষ্টে দিনযাপন করছেন, সেটা জানতাম ৷ একমাস আগেও তাঁর সঙ্গে আমার দেখা হয়েছিল ৷ এখন তিনি দিনমজুরের কাজ করছেন ৷ কিন্তু আমাকে এসব কিছু জানাননি ৷ বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব ৷ প্রয়োজনে বিডিওর সঙ্গে কথা বলব ৷ দীপালিদেবীকে সব ধরনের সহযোগিতা করা হবে ৷"

প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বর্তমান অবস্থা (ইটিভি ভারত)

ভাবুক গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে ৷ প্রধান প্রভুনাথ দুবে বলছেন, "প্রাক্তন প্রধান দীপালি মণ্ডল আমার প্রতিবেশী ৷ উনি সরকারি ঘর পাওয়ার জন্য আবেদন করেছিলেন ৷ কিন্তু এখনও পর্যন্ত ঘর পাননি ৷ তাঁর অবস্থা সত্যিই খুব খারাপ ৷ বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান আছে ৷ ওই দোকান চালানোর সঙ্গে শ্রমিকের কাজ করে তিনি পেট চালাচ্ছেন ৷ আজ সকালে দেখলাম, পূর্ত দফতরের রাস্তার কাজ করছেন ৷ যা দেখে আমার খুব খারাপ লাগছে ৷ আমি চাই, একজন গরিব প্রাক্তন প্রধানও সরকারি ঘর পাক ৷ আমরা এই পঞ্চায়েতে বেশ কিছু গরিব মানুষের নাম আবাস যোজনায় পাঠিয়েছিলাম ৷ তার মধ্যে দীপালিদেবীরও নাম ছিল ৷ কিন্তু এবার আমাদের ব্লক সরকারি সেই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে ৷ তালিকায় এই পঞ্চায়েত এলাকার কারও নাম নেই ৷ বিষয়টি আমরা বিডিওকে জানাব ৷ দীপালিদেবী যাতে একটি সরকারি ঘর পান, তার জন্য সবরকম চেষ্টা করব ৷"

ABOUT THE AUTHOR

...view details