পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আমায় মিথ্যা ফাঁসানো হয়েছে', সাংবাদিকদের দেখে চেঁচিয়ে উঠলেন শাহজাহান - Sheikh Shahjahan - SHEIKH SHAHJAHAN

Sheikh Shahjahan: মাছের ব্যবসা থাকলেও তার নেপথ্যে চলত একাধিক বেআইনি কারবার ৷ সন্দেশখালির বাদশাকে জেরা করে এমনটাই জানতে পেরেছে ইডি ৷ এবার শাহজাহান নতুন অভিযোগ তুললেন ৷

ETV Bharat
শেখ শাহজাহান

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 1:30 PM IST

কলকাতা, 3 এপ্রিল: তিনি ষড়যন্ত্রের শিকার! তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে ৷ বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানকে । আর সেখানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেন ৷ গাড়িতে ওঠার সময় হঠাৎ তিনি চেঁচিয়ে বলেন, "আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ৷"

তবে কে বা কারা তাঁকে ষড়যন্ত্রের ফাঁসালেন, তার উত্তর দেননি শেখ শাহজাহান ৷ সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির সন্ধান পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর ৷ এর মধ্যে রেশন দুর্নীতি থেকে শুরু করে মাছের ভেড়ির ব্যবসার আড়ালে চালানো দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে ৷ ইডির দাবি, মাছের ব্যবসাকে সামনে রেখে শাহজাহান তাঁর নানা কুকর্মের মাধ্যমে অর্জিত বেআইনি অর্থ বা কালো টাকা সাদা করেছেন ৷ ইডির সন্দেহ, এইভাবে কোটি কোটি কালো টাকা ঘুরপথে সাদা করেছেন তিনি ৷

সন্দেশখালিতে সরবেড়িয়া মার্কেটে শেখ শাহজাহানের আধিপত্য ছিল ৷ সেই মার্কেটে মাছ ব্যবসায়ীদের কার্যত হুমকি দিত এই শেখ শাহাজাহান ৷ তার মেয়ে এসকে সাবিনার নামে একটি কোম্পানির মাধ্যমে 10 বছরের প্রায় 137 কোটি টাকা ট্রান্সফার করে শেখ শাহাজাহান ৷

ইডি সূত্রের খবর এই কোটি কোটি টাকা পাঠানো হয়েছিল একাধিক প্রভাবশালীদের অ্যাকাউন্টে ৷ ইতিমধ্যেই শেখ শাহজাহানের ব্যবসার অংশীদারিদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে ৷ তাঁদের বয়ান রেকর্ড করে একাধিক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ আগামী 13 এপ্রিল পর্যন্ত শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে রাখবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, 2018 সাল থেকে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালিতে উত্থান হয় শেখ শাহাজাহানের । তার পর ধীরে ধীরে শুরু হয় তাঁর ‘অগ্রগতির’ পথচলা । 2019 সাল থেকে 20 সাল পর্যন্ত শেখ শাহজাহানের নামে একাধিক জমি-বাড়ি এবং আয় বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. ভেড়ির আড়ালে পাচার 31 কোটি, শাহজাহানকে জমি দখল সিন্ডিকেটের 'কিংপিন' বলল ইডি
  2. 10 বছরে 137 কোটি টাকা একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠিয়েছে শাহজাহান !

ABOUT THE AUTHOR

...view details