কলকাতা, 16 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক অডিয়ো ক্লিপ ৷ যদিও, সেগুলি সত্যি কি না, তা তদন্ত সাপেক্ষ বিষয় ৷ এরই মাঝে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সর্বভারতীয় ফেডারেশন, গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি সুবর্ণ গোস্বামী ৷ ঘটনার দিন সকালে কী হয়েছিল ? ইটিভি ভারতকে ফোনে তার এক্সক্লুসিভ বিবরণ দিলেন তিনি ৷
আরজি করের সেমিনার হলে মৃতদেহের পাশেই রুদ্ধদ্বার বৈঠকের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত) সেই বিবরণে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চরম অভিযোগ করলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী ৷ চিকিৎসক সুবর্ণ গোস্বামীর কথা অনুযায়ী, "অধ্যক্ষ এই ঘটনাটি জানার পর, ওই সেমিনার ঘরে বসেই একটি রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক সুশান্ত রায় এবং তৃণমূল চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর অভিক দে ৷ তিনজনের উপস্থিতিতে একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকেই ঠিক করা হয়, ওই মৃত্যুকে আত্মহত্যা বলা হবে ৷" তাঁর অভিযোগ অনুযায়ী, ওই বৈঠকের পরেই হাসপাতালের অ্যাডিশনাল সুপার মৃত নির্যাতিতার পরিবারকে ফোনে আত্মহত্যার কথা জানান ৷
পরিবারের অভিযোগ ছিল, হাসপাতালে পৌঁছনোর পর প্রায় 3 ঘণ্টা তাঁদের বসিয়ে রাখা হয়েছিল ৷ তাঁদের মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি ৷ এই বিলম্বিত হওয়ার কারণ হিসেবে সুবর্ণ গোস্বামী জানান, "তখনও ওই তিনজন (সন্দীপ ঘোষ, সুশান্ত রায় এবং অভিক দে) মিলে একটি বৈঠক করছিলেন ৷ সেই বৈঠকেই ঠিক হয় মেয়েটির বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আনা হবে ৷" চিকিৎসকের কথায়, বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায়, যা দেখা যাচ্ছে তার সবটাই পূর্ব পরিকল্পিত ৷
তবে, শুধুমাত্র আরজি কর মেডিক্যাল কলেজের ওইদিনের ঘটনাটাই পূর্ব পরিকল্পিত নয় ৷ চিকিৎসক সংগঠনের মতে, সন্দীপ ঘোষের পদত্যাগ এবং অন্য হাসপাতালে স্থানান্তরিত করার ভাবনাও স্বাস্থ্যভবনের পূর্ব পরিকল্পিত ৷ সন্দীপ ঘোষের পদত্যাগপত্র জমা দেওয়া ও তা গৃহীত না হওয়া এবং পরবর্তী সময়ে বদলির নির্দেশ এসবই নাটক বলে অভিযোগ করেছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসের সদস্য চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় ৷
তিনি জানিয়েছেন, "গত রবিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৎকালীন সুপার সঞ্জয় বশিষ্ঠকে অন্য হাসপাতালে বদলি করা হয়েছে ৷ অন্যদিকে, সোমবার সকালে আরজি কর হাসপাতালে এসে নিজের পদত্যাগের কথা জানিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ পরবর্তীকালে স্বাস্থ্যভবন তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে, ন্যাশনাল মেডিক্যাল কলেজে বদলি করে দেয় ৷ যার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সোমবার রাতে ৷ কিন্তু, স্বাস্থ্যভবনের অর্ডার মেমো অনুযায়ী, আগে সন্দীপ ঘোষের বদলির বিজ্ঞপ্তি জারি হয়েছে ৷ তারপর বিজ্ঞপ্তি জারি হয়েছে সুপারের ৷ তার মানে এই পুরো বিষয়টাই একটা নাটক ছিল ৷"