পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রছাত্রীদের নিরবিচ্ছিন্ন শিক্ষার পরিবেশে থাকার পরামর্শ প্রাক্তন রাষ্ট্রপতির - Ram Nath Kovind - RAM NATH KOVIND

Ram Nath Kovind in Kolkata: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কলকাতায় এলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ৷ সমার্বতন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরবিচ্ছিন্ন শিক্ষার পরিবেশে থাকার পরামর্শ দিলেন তিনি ৷

Ram Nath Kovind
শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 10:45 AM IST

কলকাতা, 13 অগস্ট: শুধুমাত্র ডিগ্রি যথেষ্ট নয়, একজন পড়ুয়ার সাফল্য ডিগ্রির পাশাপাশি লাগাতার শিক্ষায় অগ্রগতি করা প্রয়োজন। কলকাতায় এসে ছাত্রছাত্রীদের উদ্দেশে এমনটাই জানান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ সোমবার শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ৷

এই অনুষ্ঠানে যোগ দিতে এসেই তিনি বলেন, "এই কনভোকেশনে ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি এখানে উপস্থিত সমস্ত স্নাতক উত্তীর্ণদের শুভেচ্ছা জানাচ্ছি । আজ এই মুহূর্তটা তোমাদের সকলের জন্যই খুবই স্মরণীয়। তোমাদের বাবা-মা ও শিক্ষকরা তোমাদের জন্য আজ গর্ববোধ করছেন। তোমাদের সাফল্যই তাঁদের সাফল্য।"

ছাত্রছাত্রীদের উদ্দেশে তাঁর বার্তা, গ্র্যাজুয়েশন হল জীবনে চলার পথে একটা ডিগ্রি ৷ এখান থেকে তোমরা যে শিক্ষা পেয়েছো তা তোমাদের আগামিদিনে চলার পথে আত্মবিশ্বাস আরও বাড়াতে সাহায্য করবে ৷ যা লক্ষ্য পূরণে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে মনে রাখতে হবে, "শিক্ষার প্রক্রিয়া যেন এখানেই শেষ না-হয়ে যায় ৷ শিক্ষা এমন একটা ব্যবস্থা, যা কোনওদিনই শেষ হয় না ৷ আজ তা যতটা প্রাসঙ্গিক, অতীতের ফিরে গেলেও তা ততটাই প্রাসঙ্গিক ছিল ৷ একুশ শতকে সাফল্য পেতে গেলে শুধুমাত্র শিক্ষাই যথেষ্ট নয়। আজকের দিনে এটা প্রয়োজনীয়, নিরবিচ্ছিন্নভাবে নিজের দক্ষতা আরও উন্নত করা। আমাদের শিক্ষার পরিবেশে থাকা জরুরি।"

এদিনের সমাবর্তন অনুষ্ঠানে 22 জন গবেষককে পিএইচডি ডিগ্রি লাভ করেন ৷ এছারাও 60 জন পড়ুয়াকে স্বর্ণপদক এবং 3 হাজার জনেরও বেশি ছাত্রছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয় ৷ উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি দেশের কৃষ্টি-সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিও শ্রদ্ধাশীল হওয়ার বার্তা দেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। এদিনের অনুষ্ঠানে গবেষক-পড়ুয়াদের পাশাপাশি আইআইটি খড়্গপুর আইআইটি-র অধ্যাপক ডঃ পার্থপ্রতীম চক্রবর্তীকে সাম্মানিক ডি.লিট ডিগ্রি প্রদান করা হয় ৷ রাজ্যের শিক্ষা প্রসারে অবদানের জন্য বিশেষ আচার্য্য পদক তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহেরকে। অন্যদিকে, ভারতীয় সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত কবি ও গীতিকার গুলজারকে, সঙ্গীতে শঙ্কর মহাদেবনকে এবং ভারতীয় শিল্পকলায় বিশেষ অবদানের জন্য শাবানা আজমিকেও সাম্মানিক ডিগ্রি প্রদান করা হয়।

ABOUT THE AUTHOR

...view details