পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রদের পাশ করাতে টাকা নিতেন সন্দীপ, দুর্নীতি মৃতদেহ নিয়েও; অভিযোগ হাইকোর্টে - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: অভিযোগ করায় তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে ৷ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ৷ তাঁর অভিযোগ, ছাত্রদের পাশ করানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিতেন সন্দীপ ঘোষ ৷

ETV BHARAT
সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাইকোর্টে আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 12:43 PM IST

Updated : Aug 21, 2024, 3:41 PM IST

কলকাতা, 21 অগস্ট:নতুন করে বিড়ম্বনায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি ৷

সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হাইকোর্টে আরজি করের ডেপুটি সুপার (নিজস্ব ভিডিয়ো)

সন্দীপ ঘোষেক বিরুদ্ধে আর্থিক দুর্নীতি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ করেছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি । সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভিজিলেন্স এবং দুর্নীতি দমন শাখায় অভিযোগ করেন তিনি । যার ফলস্বরূপ এখন তাঁকে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি । বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । এই মামলায় ইডির তদন্ত চেয়ে আর্জি জানানো হয়েছে আদালতে ।

মামলাকারী আখতার আলি এদিন হাইকোর্টে বলেন, "সন্দীপ ঘোষের বিরুদ্ধে 2023 সালের জুলাই মাসে অ্যান্টি কোরাপশনে লিখিত অভিযোগ দায়ের করেছিলাম । কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । গতকাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করার জন্য এফআইআর করেছি । বায়োমেডিক্যাল স্ক্যাম করেছেন, মৃতদেহ নিয়ে দুর্নীতি করেছেন ৷ ছাত্রদের পাশ করানোর জন্য টাকা নিতেন । ডেডবডি ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন । একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনও তদন্ত করা হয়নি ।"

তিনি আরও বলেন, "পরশুদিন একটা সিট গঠন হয়েছে সবে । আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল । আমি সহযোগিতা করেছি । ট্রেনি ছাত্রদের পাশ করানোর জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়া হত । বহু ছাত্রছাত্রীর ইন্টার্নশিপ কমপ্লিট করানো হয়নি টাকার জন্য । সিবিআই, ইডি তদন্ত করে দেখুক এই বিষয়ে ।" একইসাথে প্রশাসন যাতে তাঁর সুরক্ষার ব্যাবস্থা করে সেই আর্জিও জানিয়েছেন তিনি ।

আখতার আলির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, "এই ভদ্রলোকের সার্ভিস ব্রেক হয়েছিল, পেনশন পাবেন কি না সন্দেহ ৷ কারণ তিনি আওয়াজ তুলেছিলেন । ইতিমধ্যে থ্রেট করা হচ্ছে । গতকাল টালা থানায় এফআইআর করতে গেলে নেওয়া হয়নি । খালি অভিযোগ নেওয়া হয়েছে । কোনও এফআইআর নেওয়া হয়নি । বর্তমানে আখতার আলি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে কর্মরত । সেখানেও তাঁর বিরুদ্ধে হামলা করা হবে না, এটা কেউ বলতে পারবে ?"

অন্যদিকে, পরিবারের নিরাপত্তা চেয়ে আরজি করের বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । তাঁর তরফে বলা হয়েছে, তাঁর বাড়িতে স্ত্রী, বৃদ্ধ শ্বশুর-শ্বাশুড়ি-সহ অন্যরা থাকেন । বর্তমান আবহে পরিবারের সবাই নিরাপত্তার অভাব বোধ করছেন । তাঁদের নিরাপত্তা দেওয়া হোক । সরকারি আইনজীবী না-থাকায় বেলা দুটোয় এই মামলার শুনানি হবে বিচারপতি ভরদ্বাজের এজলাসে ।

Last Updated : Aug 21, 2024, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details