পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যপালের ডাকে প্রাক্তন-অন্তর্বর্তী উপাচার্যদের বৈঠক, অনুপস্থিত বোস - VCs meet in Raj Bhavan

Former and Interim VCs meet: প্রাক্তন ও অন্তর্বর্তী উপাচার্যদের বৈঠক হল রাজভবনে ৷ তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কী বিষয়ে আলোচনা হয়েছে, তাও জানা যায়নি ৷ এমনকী বৈঠকে ছিলেন না রাজ্যপাল নিজেই ৷

ETV Bharat
রাজ্যপাল সিভি আনন্দ বোস

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 2:46 PM IST

কলকাতা, 20 এপ্রিল: বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছে ৷ এই আবহে শনিবার রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ হাতেগোনা 4-5টি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং অন্তর্বর্তী উপাচার্যদের এই বৈঠকে ডাকা হয়েছে ৷ রাজভবনের ডাকে এই বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়, যাদবপুরের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্কর গুপ্ত, বিদ্যাসাগর ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷

রাজভবন সূত্রের দাবি, এদিনের বৈঠকে ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবনের এক সিনিয়র অফিসার প্রাক্তন এবং অন্তর্বর্তী উপাচার্যদের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন ৷ কিন্তু বৈঠকের বিষয়বস্তু কিংবা তার পরবর্তী সিদ্ধান্ত সরকারিভাবে রাজভবন থেকে জানানো হয়নি ৷ এমনকী যে সব উপাচার্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন তাঁরাও কিছু বলতে চাননি ৷

তবে সূত্রের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়-সহ দু-তিন জন উপাচার্যের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল রাজভবনে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখা এবং সেই বিষয়ে পর্যালোচনার জন্যই তাঁদের শনিবার রাজভবনে ডাকা হয়েছিল ৷ এমনকী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান অবস্থা সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হয়েছে বলে সূত্রের দাবি ৷ ফলে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপাল যে সংঘাত আবহাওয়া চলছে, তা যে এখনই মিটে গিয়েছে বা মিটে যাচ্ছে এমনটা নয় ৷ জটিলতা রয়েই গিয়েছে, তা বলা চলে ৷

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের পাঠানো 31টি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য উপাচার্যদের নামের তালিকা থেকে রাজ্যপাল বা আচার্য ছ'জনকে বেছে নিয়েছেন ৷ তার পরে গত 18 তারিখ দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমনী কলকাতা এসে রাজ্যপালের সিভি আনন্দ বোসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ৷ এর আগের বৈঠকের রিপোর্ট গত 16 এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে পেশ করা হয় ৷ তারপর রাজ্যপালের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের এই বৈঠক হয় ৷ যদিও অফিসিয়ালি সে সংক্রান্ত কোনও তথ্য রাজভবন থেকে জানানো হয়নি ৷

আরও পড়ুন:

  1. রাজ্যের পাঠানো তালিকা থেকে 6 জনকে উপাচার্য নিয়োগ করুন, রাজ্যপালকে 'সুপ্রিম' নির্দেশ
  2. আদালত অবমাননার অভিযোগ! উপাচার্য ইস্যুতে রাজ্যের চিঠি রাজভবনকে
  3. শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ, কী বলছেন প্রাক্তন রাজ্যপাল থেকে শুরু করে শিক্ষাবিদরা?

ABOUT THE AUTHOR

...view details