বাঁকুড়া, 29 ডিসেম্বর: একটা গুলিতেই ঘুম পাড়ানো সম্ভব হল জিনাতকে । বাঁকুড়ায় বন দফতরের হাতে অবশেষে ধরা পড়ল বুদ্ধিমতী এই বাঘিনী । সাতদিন ধরে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াবাসীকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে সে । অবশেষে বাঁকুড়ায় রবিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ জিনাতকে ট্রাঙ্কুলাইজ করা হয় ।
বাঁকুড়ার মুখ্য বনপাল এস কুলানডাইভেল বলেন, "ফরেস্ট ডিপার্টমেন্ট মনে রাখবে জিনাতকে । গুলি করার ঠিক 30 মিনিট পর বনদফতর সূত্রে খবর এল যে, বাঘিনী জিনাতকে খাঁচায় ঢোকানো সম্ভব হয়েছে ।" ওড়িশা, পুরুলিয়া ও বাঁকুড়া বনদফতরের যৌথ প্রচেষ্টায় রবিবার বিকেলেই জিনাত নাটকের অবসান দেখল বাঁকুড়া তথা বাংলার মানুষ ।
অবশেষে বাঁকুড়ায় খাঁচাবন্দি বাঘিনী জিনাত (ইটিভি ভারত) বন দফতরের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বন আধিকারিকদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷
মুখ্যমন্ত্রী এক্স পোস্টে লেখেন, "বাঘিনী জিনাতকে সফলভাবে উদ্ধার করার জন্য পশ্চিমবঙ্গের বন আধিকারিকদের আমার আন্তরিক অভিনন্দন । এই অসাধারণ প্রচেষ্টায় তাদের অমূল্য সমর্থন ও সহযোগিতার জন্য জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত কর্মকর্তা এবং স্থানীয় জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা । এই উদ্ধার কাজ টিমওয়ার্ক এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি মনোভাবের একটি উজ্জ্বল উদাহরণ । আপনাদের সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র একটি প্রাণীকে রক্ষা করেনি বরং আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বকেও শক্তিশালী করেছে । আপনাদের অসামান্য কাজের জন্য সকলকে ধন্যবাদ !"
বন দফতর সূত্রে খবর, শনিবার রাতে জিনাত ছিল বাঁকুড়ার গোঁসাইডিহিতে ৷ রাতেই বাঘিনীকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বন দফতরের আধিকারিকরা ৷ তাতেও বাগে আসেনি জিনাত ৷ তাকে কাবু করতে রবিবার ফের গুলি ছুড়তে হয় ৷ তাতেই বন দফতরের খাঁচাবন্দি বাঘিনী ৷
প্রসঙ্গত, গত 15 ডিসেম্বর ওড়িশার টাইগার রিজার্ভ থেকে পালিয়ে গিয়েছিল জিনাত ৷ 3 বছর বয়সি বাঘিনীর গলায় থাকা রেডিয়ো কলারের সঙ্কেত থেকে জানা যায়, সে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানা এলাকার কাঁকড়াঝোড় জঙ্গলে চলে এসেছে ৷ এরপর তার খোঁজ শুরু হয় ৷ তাকে খুঁজতে থাকেন বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ড রাজ্যের বনদফতরের আধিকারিকরা ৷ তবে একাধিক পদক্ষেপ সত্ত্বেও জিনাতকে বাগে আনা সম্ভব হয়নি । অবশেষে সুন্দরবনের বনকর্মীদের ডেকে পাঠানো হয় ৷ লাভ হয়নি তাতেও ৷
21 তারিখ গভীর রাতে জিপিএস ট্র্যাকারে তার অবস্থান জানতে পারেন বনকর্মীরা ৷ জানা যায়, ঝাড়গ্রামের জঙ্গল ছাড়িয়ে এবার সে পুরুলিয়ায় ঢুকে পড়েছে ৷ সেই তথ্য অনুযায়ী, রবিবার ভোর থেকে পুরুলিয়ার জঙ্গলে তল্লাশি শুরু করেন পুরুলিয়া বনদফতরের কর্মীরা ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিশেষ দল ৷ কিন্তু, শত খোঁজাখুঁজির পরও নাগাল পাওয়া যায়নি জিনাতের ৷ পুরুলিয়া থেকে বাঁকুড়ার জঙ্গলে চলে আসে সে ৷ অবশেষে বাঁকুড়ায় জিনাতকে ধরতে সফল হল বন দফতর ৷