আসানসোল, 25 মে: এ যেন মনিষীর জন্মদিন নয়...কেক কেটে পশ্চিমী কায়দায় পালিত হল নজরুল ইসলামের 'হ্যাপি বার্থ ডে'। খোদ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নজরুলের জন্মভিটে চুরুলিয়ায় এভাবেই জন্মদিন পালনের সাক্ষী থাকল ভারত-বাংলাদেশের অগণিত নজরুল প্রেমী । নজরুলের ছবির সামনে কেক কাটলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী কবির ভাইপো রেজাউল করিম, পরিবারের সদস্য সোনালি কাজী-সহ অন্যান্যরা ।
শনিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কবি মেলা শুরু হল কবির জন্মভিটে জামুরিয়ার চুরুলিয়া গ্রামে । চুরুলিয়ায় কবিমেলা এ বার 34তম বর্ষে পদার্পণ করল । কাজী নজরুল বিশ্ববিদ্যালয় গঠন হওয়ার পর থেকেই নজরুল মেলা মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করে । সেই মতো কবির জন্মদিনে প্রভাতফেরি অনুষ্ঠিত হয় । প্রভাতফেরি থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় । ছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক থেকে শুরু করে নজরুলপ্রেমী মানুষজন । কাজী নজরুলের সমাধি ও তাঁর পত্মী প্রমীলা দেবীর সমাধিতেও শ্রদ্ধা জানান সবাই । শুধুমাত্র এই বাংলাই নয়, বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে নজরুলপ্রেমী এসেছেন এই মেলায় ।
আরও পড়ুন: