কলকাতা, 24 অগস্ট: সিনেমাতে, গানে এআই-এর ব্যবহার আজ নতুন কিছু নয়। কিন্তু হোটেল রেস্তোরাঁয় এআই ওয়েটার? দেখেছেন কখনও? জাপান-চায়নাতে নয়, খোদ কলকাতার বুকেই ঘটেছে এমন ঘটনা ৷ কলকাতারই এক রেস্তোরাঁতে ঢুঁ মারলে দেখা মিলবে হেঁশেল থেকে সুন্দর পাত্রে খাবার পরিবেশন করছে এআই-চালিত রোবট।
কলকাতার সল্টলেকে এ এমপি বৈশাখী মলের 'রেস্তোরাঁ 49' (@49)তে ঘটছে এমনটাই। রোবটটির নাম 'বন্ধু'। এটি রান্নাঘর থেকে গ্রাহকদের টেবিলে খাবার নিয়ে আসে। গ্রাহকরা খাবার নিতে পারেন এবং নেওয়া হয়ে গেলে রোবটের বোতাম টিপে দিতে পারেন। রোবটটি তারপর রান্নাঘরে ফিরে আসে। রোবটের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি মেড ইন ইন্ডিয়া। উল্লেখ্য, এই রেস্তোরাঁটির পরিচালনার দায়িত্বে একটি যৌথ পরিবার। সদস্যরা হলেন তমজিৎ কুমার, ডেমা মারফিউ, হেমন্তী কুমার এবং সুজল কুমার।