কলকাতা, 1 মে: তীব্র দাবদাহে নাজেহাল আমজনতা । গরমের কারণে মৃত্যু পর্যন্ত হয়েছে । এরকম পরিস্থিতিতেও গ্রাহকের দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছেন ডেলিভারি কর্মীরা । যাঁরা শুধুমাত্র কাজের ভিত্তিতে তাঁদের প্রাপ্য পেয়ে থাকেন । তা সত্ত্বেও এই দহনজ্বালার মধ্যে বেলা 12টা থেকে 4টের মধ্যে 3 ঘণ্টা 44 মিনিট কাজ কর্মীদের জন্য বাধ্যতামূলক করল এক অনলাইন ফুড ডেলিভারি সংস্থা । যা নিয়ে ডেলিভারি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে । শ্রম দিবসে শ্রমিকদের প্রতি এই 'নির্মম' আচরণে সংস্থার বিরুদ্ধে সরব হয়েছে সিটু অনুমোদিন শ্রমিক সংগঠন ৷
জীবন বাঁচানো আগে ? নাকি পেটের টানে তাপপ্রবাহের মধ্যে 3 ঘণ্টা 45 মিনিট কাজ করবেন ? তা ভেবে কুল কিনারা করে উঠতে পারছেন না ডেলিভারি কর্মীরা ৷ এরকম পরিস্থিতিতে সিপিএম শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদিত অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন তাঁদের পাশে দাঁড়িয়েছে । ওই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার সিইও-কে চিঠি পাঠিয়ে 'বাধ্যতামূলক' কাজের ফরমান বাতিল করার আবেদন জানানো হয়েছে । একইসঙ্গে, ডেলিভারি কর্মীদের চিকিৎসাখরচ-সহ একাধিক দাবিতে সরব হয়েছে এই শ্রমিক সংগঠন । বিষয়টি রাজ্যের শ্রম দফতরকেও জানানো হয়েছে ।
অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সূত্রে খবর, ওই ফুড ডেলিভারি সংস্থা পশ্চিমবঙ্গের ডেলিভারি কর্মীদের জন্য দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে কমপক্ষে 3 ঘণ্টা 45 মিনিটের জন্য লগ ইন করা বাধ্যতামূলক করেছে । যার অর্থ, এই চার ঘণ্টার মধ্যে অর্ডার এলে কর্মীদের কাজ করতেই হবে । তাঁরা কোনওভাবেই অর্ডার ক্যানসেল করতে পারবেন না ।
অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে সুমহান চক্রবর্তী বলেন, "অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে প্রচণ্ড গরমের সম্মুখীন হচ্ছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ । সাধারণ মানুষ সানস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন । এমনকি মারাও যাচ্ছেন। তাই বাস্তবতা বিবেচনা করে, পশ্চিমবঙ্গ রাজ্য অল ইন্ডিয়া গিগ ওয়ার্কার্স ইউনিয়ন এই বাধ্যতামূলক লগ-ইনের অমানবিক নির্দেশ প্রত্যাহার করার আবেদন করেছে ।"