পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ডাল থেকে ভুবনেশ্বর, গুয়াহাটি ও বাগডোগড়া বিমান পরিষেবা চালু - ANDAL AIRPORT - ANDAL AIRPORT

Kazi Nazrul Islam Airport: অন্ডাল বিমানবন্দর থেকে বর্তমানে দিল্লি, চেন্নাই, মুম্বই, ব্যাঙ্গালুরু ও হায়দরাবাদের উড়ান চালু রয়েছে । গত শুক্রবার থেকে সেই তালিকায় যোগ হয়েছে ভুবনেশ্বর ও বাগডোগড়া । শনিবার থেকে চালু হয়েছে গুয়াহাটির উড়ানও । এই রুটগুলিতে এটিআর বিমান চালাচ্ছে ইন্ডিগো ।

Kazi Nazrul Islam Airport
অন্ডাল বিমানবন্দর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 7:32 AM IST

দুর্গাপুর, 1 সেপ্টেম্বর: বর্ধমান জেলার (পশ্চিম বর্ধমান) দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে ভুবনেশ্বর, গুয়াহাটি ও বাগডোগড়া বিমান চালু হল। সপ্তাহে 7 দিন ভুবনেশ্বর, 4 দিন বাগডোগড়া এবং 3 দিন গুয়াহাটির বিমান চলাচল করবে এখান থেকে বলে জানিয়েছেন বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল ।

অন্ডাল বিমানবন্দর থেকে বর্তমানে দিল্লি, চেন্নাই, মুম্বই, ব্যাঙ্গালুরু ও হায়দরাবাদের উড়ান চালু রয়েছে । গত শুক্রবার থেকে সেই তালিকায় যোগ হয়েছে ভুবনেশ্বর ও বাগডোগড়া । শনিবার থেকে চালু হয়েছে গুয়াহাটির উড়ানও । এই রুটগুলিতে এটিআর বিমান চালাচ্ছে ইন্ডিগো ।

বাগডোগড়া রুটে বিমান পরিষেবা শুরু হওয়ায় উত্তরবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের সুবিধা হবে। অন্যদিকে, ভুবনেশ্বর বিমান চালু হওয়ায় পুরী যাওয়া সহজ হবে । গুয়াহাটি বিমান চালু হওয়ায় উত্তর পূর্ব ভারতের সঙ্গে দুর্গাপুরের সরাসরি সংযোগ হল।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে সকাল 11টা 15 মিনিট নাগাদ বিমান ছাড়বে । অন্ডালে বিমান নামবে বেলা 12টা 55 মিনিট নাগাদ। রবি, সোম, বুধ ও শুক্রবার এই বিমানটি দুপুর 1টা 15 মিনিট নাগাদ অন্ডাল ছেড়ে বাগডোগড়া পৌঁছাবে দুপুর 2টো 20 মিনিট নাগাদ । বাগডোগড়া থেকে বিমান দুপুর 2টো 55 মিনিট নাগাদ ছাড়বে এবং দুর্গাপুর পৌঁছাবে বিকাল 4টে 05 মিনিট নাগাদ । বিকাল 4টে 35 মিনিট নাগাদ ছেড়ে সেই বিমান ভুবনেশ্বর পৌঁছবে সন্ধ্যা 6টা 15 মিনিট নাগাদ।

সপ্তাহের বাকি তিন দিন ভুবনেশ্বর থেকে দুর্গাপুরে আসার পরে বিমানটি দুপুর 1টা 15 মিনিট নাগাদ রওনা দেবে গুয়াহাটির উদ্দেশে । পৌঁছাবে দুপুর 2টো 40 মিনিট নাগাদ। দুপুর 3টে 10 মিনিট নাগাদ বিমান গুয়াহাটি থেকে ছেড়ে দুর্গাপুর পৌঁছাবে বিকেল 4টে 50 মিনিট নাগাদ । দুর্গাপুর থেকে বিকেল 5টা 10 মিনিট নাগাদ বিমান ছেড়ে সন্ধ্যা 6টা 55 মিনিট নাগাদ সেটি পৌঁছবে ভুবনেশ্বরে । প্রথম দিন ভুবনেশ্বর থেকে অন্ডালে 46 জন এবং অন্ডাল থেকে ভুবনেশ্বর যান 32 জন যাত্রী ।

ABOUT THE AUTHOR

...view details