পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরপর পাঁচবার বিয়ে, ফের পিঁড়িতে বসতে গিয়েই পর্দাফাঁস ! দৌড়ে পালালেন বর

বরযাত্রীকে আটকে রাখেন গ্রামবাসীরা ৷ তবে বরের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশ তার সন্ধান শুরু করেছে।

MURSHIDABAD MARRIAGE INCIDENT
বরের পাগড়ি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Updated : 4 hours ago

ফরাক্কা, 28 অক্টোবর: সোশাল মিডিয়ায় পরিচয়। সেই পরিচয় গড়ায় প্রেমে। অবশেষে নিকা-কবুলের পালা। বরযাত্রীদের আপ্যায়ণের সমস্ত তোড়জোড় শেষ। ছেলেপক্ষকে জল খাওয়ানোর পর বিয়ের প্রস্তুতি শুরু হয়। তার আগেই বরের পর্দাফাঁস। জানা যায় তিনি আগেও একাধিকবার বিয়ে করছেন। সে কথা গোপন করে আবার বিয়ে করতে এসেছেন। পর্দাফাঁস হতেই বিয়ের মণ্ডপ ছেড়ে দৌড়ে পাললেন বর।

বরযাত্রীদের আটকে রাখলেন গ্রামবাসী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফরাক্কা থানার মহেশপুর বটতলায়। শুরু হয় তুমুল হইহট্টগোল। কিন্তু বরের কোনও পাত্তা পাওয়া যায়নি।

ফের পিঁড়িতে বসতে গিয়েই পর্দাফাঁস (ইটিভি ভারত)

পরিবার সূত্রে জানা গিয়েছে, ফোনে কথা বলতে বলতে তাঁদের প্রেমের সম্পর্ক গভীরতা পায়। গতকাল অর্থাৎ রবিবার প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে বরযাত্রী নিয়ে ফরাক্কায় বিয়ে করতে আসেন প্রেমিক ৷ তারপর ঠিক যখন বরবউ নিকা-কবুল করতে যাবেন তখন জানা যায় বরের আগে পাঁচ-পাঁচটি বিয়ে হয়েছে! বর তখন শৌচাগারে যাওয়ার নাম করে দৌড় দেন ৷ তবে গ্রামবাসীদের কাছে ধরা পড়ে যান বরযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয় ৷

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস থেকে ফরাক্কার বটতলা এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সামশেগঞ্জের চসকাপুর গ্রামের এক যুবকের। শেষমেশ বিয়ের সিদ্ধান্ত। বহু টানাপোড়নের পর কথামতো বরযাত্রী নিয়ে বিয়ে করতে মহেশপুরে হাজির হন হবু বর। কিন্তু বিয়ে করতে গিয়েই ঘটল অঘটন। পলাতক অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবি জানান গ্রামবাসী। পাশাপাশি বিয়ের সমস্ত খরচ বাবদ টাকারও দাবি জানানো হয়।

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details