পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারী তুমি অর্ধেক আকাশ...জেলাশাসক থেকে ভোটকর্মী-জলপাইগুড়িতে নির্বাচনের ভার মহিলা ব্রিগেডের হাতে - Lok Sabha Election 2024

Female Vote Worker: রাজ্যের প্রথম দফা লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে অন্যরকম ছবি ৷ এই কেন্দ্রে মহিলা আধিকারিকদের আধিপত্য নজরকাড়া ৷

Female Vote Worker
উত্তরবঙ্গে ভোটের ভার মহিলা ব্রিগেডে

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 4:28 PM IST

নির্বাচনের ভার মহিলা ব্রিগেডের হাতে

জলপাইগুড়ি,18 এপ্রিল: দোরগোড়ায় প্রথম দফার নির্বাচন ৷ অন্য জেলার চেয়ে এবার উত্তরবঙ্গে মহিলা অফিসারদের আধিক্য বেশি ৷ জলপাইগুড়ির জেলাশাসক মহিলা। পদাধিকার বলে তিনিই জেলার রিটার্নিং অফিসার। এছাড়া অতিরিক্ত দুই জেলাশাসকও মহিলা। শুধু তাই নয়, সদ্য মহকুমা হওয়া ধূপগুড়ির মহকুমা শাসকও মহিলা। ফলে গণতন্ত্রের এই উৎসবে মেয়েদের উদ্বুদ্ধ করতে সামিল মহিলা আধিকারিকরা।

জেলাশাসক শামা পারভিন বলেন, "আমাদের 149টি মহিলা বুথ রয়েছে। এবার মহিলা বুথের সংখ্যা বাড়ানো হয়েছে ৷ সব বুথে আধা-সামরিক বাহিনী থাকবে । 192টি বুথে মাইক্রো অবজারভার থাকছেন। জেলাশাসক হিসেবে আমারও প্রথম ভোট। ফলে আমি মহিলা ভোট কর্মীদের বলেছি, ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই একসঙ্গে কাজ করব। যাঁদের প্রথম ভোট তাঁদের একটু বেশি সজাগ থাকতে হবে যাতে ভুল ত্রুটি না-হয়। আমার প্রশাসনিক টিমেও মহিলা আধিকারিক অনেকেই আছেন। মহিলারা বেশি মাত্রায় এই উৎসবে সামিল হয়েছেন।"

ভোটকর্মী সঞ্জিতা দাসবণিক বলেন, "এর আগে একটা ভোট করেছি। এবারও ভোটের কাজে আছি ৷ ভালোই লাগছে ৷ আতঙ্কের কিছু নেই।" অন্যদিকে, ভোটকর্মী মামনি কুণ্ডু জানান, বুথে যেতে ভালোই লাগছে ৷ রাস্তায় কোনও সমস্যা হবে না ৷ এখানে আধাসামরিক বাহিনী থাকবে। তাই ভয়ের বিষয় বিষয় নেই। ডিউটিটা ঠিক মত করতে পারলেই শান্তি।

এই প্রথম জলপাইগুড়ি জেলায় মহিলা বুথের সংখ্যা বাড়ালো জেলা প্রশাসন। মোট মহিলা পরিচালিত বুথের সংখ্যা 149টি। থিম বুথের সংখ্যা 13টি। প্রতিটি মহিলা ভোট গ্রহণ কেন্দ্রই মহিলা পুলিশ কর্মী ও মহিলা আধাসামরিক বাহিনীর জওয়ানরা থাকবেন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1904টি। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাস থেকে মহিলা ভোট কর্মীরা নিজেদের বুথে রওনা হন।

ABOUT THE AUTHOR

...view details