দুর্গাপুর, 16 অক্টোবর: বোমাবাজি ও গুলিতে উত্তপ্ত অন্ডাল বিমানবন্দর লাগোয়া ফরিদপুর থানা এলাকার আরতি গ্রাম ৷ সোমবার রাতের ঘটনায় শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে ৷ তৃণমূলের শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা শেখ নফিজুল ও তাঁর দলবলের বিরুদ্ধে বিরোধী গোষ্ঠীর চার নেতার বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি, গুলি চলার অভিযোগও উঠেছে ৷
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ৷ মূলত, গ্রামে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা ৷ ফের সিন্ডিকেট ও তোলাবাজি শুরু করতেই গ্রামবাসীদের ভয় দেখানো হচ্ছে ৷ এমনকি পাশে থাকা বিমানবন্দরের একটি জমি নিয়েও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল বলে অভিযোগ ৷ স্থানীয় সূত্রের খবর, বিমানবন্দরের জমি নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব লেগে ছিল ৷ সোমবার রাতে সেটাই চরমে ওঠে ৷ আর তাকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে শুরু হয় বোমাবাজি, এমনকি গুলিও চলে ৷ একটি কার্তুজের খোল উদ্ধার করেছে পুলিশ ৷
তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী শেখ মফিজুলের অভিযোগ, "এলাকার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শেখ নফিজুলের নেতৃত্বে গোটা এলাকায় সন্ত্রাস চলছে ৷ পাশেই বিমানবন্দরের জমি নিয়েও তোলাবাজি আর নানা অপরাধমূলক কাজ হয় ৷ প্রতিবাদ করলে এলাকাবাসীদের মারধর করা হয়েছে ৷ সোমবার রাতেও এলাকায় সন্ত্রাস তৈরি করতে নফিজুল ও তাঁর গোষ্ঠীর বেশ কয়েকজন হামলা চালায় ৷ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শেখ আফজল, শেখ মোবারকের বাড়িতে বোমা মারা হয়েছে ৷ ভাঙচুর করা হয় বাইক ও গাড়িতেও ৷ কয়েকজন মহিলা-সহ তৃণমূলের কর্মীরা আহত হয়েছেন ৷"