পশ্চিমবঙ্গ

west bengal

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন ফিরহাদ, কটাক্ষ বিজেপিকেও - Post Poll Violence

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 12:05 PM IST

Firhad Hakim on Post Poll Violence: ভোট শান্তিতে মিটলেও, নির্বাচনের পর এই অশান্তি কেন? এনিয়ে তৃণমূলের শীর্ষনেতা ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করা হয় ৷ তার উত্তরে কলকাতার মহানাগরিক জানান, যা হচ্ছে সেগুলি ব্যক্তিগত রাগের থেকে হচ্ছে। কেউ আবার তৃণমূল জিতেছে বলে হঠাৎ জোড়াফুল শিবিরের হয়ে গিয়েছে।

Firhad Hakim on Post Poll Violence
ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

কলকাতা, 10 জুন: ভোট মিটেছে মোটের উপর শান্তিপূর্ণ পরিবেশে। তবে ভোট মিতেই পরবর্তী সময় কলকাতা-সহ বিভিন্ন জেলায় রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার অভিযোগ উঠছে। আর প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের আঙুল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। তারস্বরে ডিজে বানানো থেকে বোতল ছোড়া এমন কোনও ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না তৃণমূল কংগ্রেস, কিছু ব্যক্তি তাঁর ব্যক্তিগত আক্রোশ থেকে এইসব করছেন বলে সাফ জানালেন তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম।

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

পাশাপশি ডায়মন্ড হারবারের সন্ত্রাস নিয়ে বিজেপিকে পালটা কটাক্ষ করলেন তিনি। কয়েকদিন ধরেই চারদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা উঠে এসেছে। দক্ষিণ কলকাতার 70 নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকায় ভোট মিটতেই তৃণমূলের বাইক বাহিনী এসে আবাসনের ফ্ল্যাট লক্ষ্য করে বোতল ছুড়েছে। এদিকে উল্টোডাঙার একটি আবাসনে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শন্তিরঞ্জন কুণ্ডু ও প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের নেতৃত্বে একগুচ্ছ অটো ঢুকিয়ে তারস্বরে ডিজে বাজিয়ে 'খেলা হবে' গান শুনিয়েছে।

বেলেঘাটা থেকে শুরু করে আশপাশে আরও একাধিকবার মারধর ও ঘরছাড়ার অভিযোগ উঠেছে। তৃণমূল 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বিরোধীদের বাড়ি ভাংচুর, মারধরের অভিযোগে উঠেছে। সেখানে সিপিএম থেকে বিজেপি একাধিক বিরোধী দল আক্রান্ত। ভোট পরবর্তী সন্ত্রাস ও তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট হওয়া প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ বলেন, "যারা আবাসনে ঢুকে এইসমস্ত করেছেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। সব ব্যক্তি আক্রোশ মেটাতেই এই সব করে।"

তাঁর আরও সংযোজন, "তৃণমূল জিতেছে ৷ এখন সকলে তৃণমূল দেখাবে নিজেকে। ভোট যে যার নিজের ইচ্ছে দিয়েছেন। বিজেপি যে সব অভিযোগ করছে সেটা অবাস্তব। যেখানে 7 লাখের বেশি ভোট জিতেছেন অভিষেক, সেখানে কেন ঝামেলা করতে যাবে তৃণমূল? বিজেপি লোকজনের নিজের থেকেই আতঙ্কে ঘর ছেড়েছে আর পার্টির টাকা ক'দিন ফ্রিতে থাকা খাওয়ার ধান্দা। বিরোধী প্রার্থীদের পাশের বাড়ির লোকও ভোট দেননি।

ABOUT THE AUTHOR

...view details