পশ্চিমবঙ্গ

west bengal

'বাঘ, বাঘই থাকবে, বিরোধীরা ল্যাজ তুলে পালাবে', ফিরহাদের অনুব্রত-গর্জন - Anubrata Mondal

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

Firhad Hakim Lauds Anubrata Mondal: অনুব্রত বাংলার বাঘ ৷ ও বাঘই থাকবে ৷ দলের নেতার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ফিরহাদ হাকিম ৷ মন্ত্রীর বক্তব্যে পালটা আশঙ্কার কালো মেঘ দেখছেন বিরোধীরা ৷

Firhad Hakim Lauds Anubrata Mondal
ফিরহাদ হাকিম ও অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)

কলকাতা, 21 সেপ্টেম্বর: গরুপাচার-কাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিন পেয়েছেন। সেই নির্দেশ পাওয়ার পরই বীরভূমে উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে জেলার পর্যবেক্ষকের দায়িত্ব সামলানো মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ‘‘অনুব্রতকে বীরভূমের বাঘ বলেছিলাম । ও বাঘই থাকবে । বিরোধীরা ল্যাজ তুলে পালাবে ।’’

গরুপাচার-কাণ্ডে সিবিআই হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল । 2022 সালের 11 অগস্ট গ্রেফতার হওয়ার পর দু’বছর দু’মাস পর জামিন পেয়েছেন তিনি । ইতিমধ্যে মেয়ে সুকন্যাও জামিন পেয়েছেন । সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লি থেকে আগামী সপ্তাহে রাজ্যে ফিরতে পারেন তৃণমূলের এই দাপুটে নেতা।

ফিরহাদ হাকিমের বক্তব্য (ইটিভি ভারত)

ফিরহাদ হাকিম বলেন, "আমার খুব আনন্দ যে আমাদের বীরভূমের নেতা মুক্ত হচ্ছেন । রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে আটকে রাখা হয়েছিল । সত্যের জয় হচ্ছে ৷ তাই কেজরিওয়ালও (দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল) জামিন পেলেন। অনুব্রত মণ্ডলও জামিন পেলেন ।’’

গ্রেফতারের সময় ফিরহাদ অনুব্রতকে ‘বীরভূমের বাঘ’ বলেছিলেন । পাল্টা শুভেন্দু অধিকারী সেই প্রসঙ্গ টেনে কটাক্ষের সুরে বলেন, ‘‘এবার বাঘ খাঁচা থেকে বেড়াল হয়ে বেরোচ্ছেন ।’’ এই বিষয়ে ফিরহাদ বলেন, ‘‘অনুব্রত বীরভূমের বাঘ ছিল, বাঘ-ই থাকবে । আমি বলেছিলাম ওকে খাঁচায় আটকে রাখা যাবে না । খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন বাইরে শিয়াল, হায়নারা হাউ হাউ করে । সেই বাঘ বেরোলে ল্যাজ তুলে পালায় । ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে পালাবে ।’’

ফিরহাদ হাকিমের এই মন্তব্যে বিরোধীদের একাংশ উস্কানি দেখছেন । বিরোধীদের বক্তব্য, গণতন্ত্রে বিশ্বাস করে না-বলেই তৃণমূল বিরোধীদের সম্মান করে না । মন্ত্রীর এই মন্তব্য বিরোধীদের উপর আক্রমণের ইঙ্গিত বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details