কলকাতা, 21 সেপ্টেম্বর: গরুপাচার-কাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিন পেয়েছেন। সেই নির্দেশ পাওয়ার পরই বীরভূমে উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে জেলার পর্যবেক্ষকের দায়িত্ব সামলানো মন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, ‘‘অনুব্রতকে বীরভূমের বাঘ বলেছিলাম । ও বাঘই থাকবে । বিরোধীরা ল্যাজ তুলে পালাবে ।’’
গরুপাচার-কাণ্ডে সিবিআই হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল । 2022 সালের 11 অগস্ট গ্রেফতার হওয়ার পর দু’বছর দু’মাস পর জামিন পেয়েছেন তিনি । ইতিমধ্যে মেয়ে সুকন্যাও জামিন পেয়েছেন । সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লি থেকে আগামী সপ্তাহে রাজ্যে ফিরতে পারেন তৃণমূলের এই দাপুটে নেতা।
ফিরহাদ হাকিম বলেন, "আমার খুব আনন্দ যে আমাদের বীরভূমের নেতা মুক্ত হচ্ছেন । রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাঁকে আটকে রাখা হয়েছিল । সত্যের জয় হচ্ছে ৷ তাই কেজরিওয়ালও (দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল) জামিন পেলেন। অনুব্রত মণ্ডলও জামিন পেলেন ।’’