পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামভক্তদের সম্মান করি, রাজনীতি করা ব্যক্তিদের নই; শুভেন্দুকে নিশানা ফিরহাদের

Firhad Hakim Criticises Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর জালি হিন্দু মন্তব্যের পালটা জবাব দিলেন ফিরহাদ হাকিম ৷ বাংলার মানুষ সম্প্রীতি ও একতায় বিশ্বাস করে ৷ তাই কারও উস্কানিতে বাংলার মানুষ পা দেবে না বলে মন্তব্য করলেন ফিরহাদ ৷ সেই সঙ্গে রাম নিয়ে রাজনীতি, রামচন্দ্রকে অপমান বলে মন্তব্য ফিরহাদের ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 9:46 PM IST

শুভেন্দু অধিকারীর 'জালি হিন্দু' মন্তব্যের সমালোচনা ফিরহাদ হাকিমের

কলকাতা, 20 জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধনের দিনেই শহরের রাস্তায় 'সম্প্রীতি মিছিলে' নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে মিছিলকে পাকিস্তান পন্থী মুসলমান ও জালি হিন্দুদের মিছিল বলে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যার এবার পালটা জবাব দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ বাংলার মানুষ সহাবস্থানে বিশ্বাস করে ৷ এখানে কেউ কারও উস্কানিতে পা দেবে না বলে মন্তব্য করেন তিনি ৷

ফিরহাদের কথায়, "আমি প্রকৃত রাম ভক্তদের সম্মান করি ৷ যাঁরা সত্যিই রামে ভক্তি রাখেন ৷ কিন্তু, যারা রামকে নিয়ে ভোটের রাজানীতি করেন, তাঁরা রামের অসম্মান করছেন ৷" মূলত, বিজেপির বিরুদ্ধে তাঁর এই 'রামকে নিয়ে রাজনীতির' তিরটা ছিল ৷ তবে, বাংলার মানুষ ঈশ্বরকে নিয়ে রাজনীতি বা উস্কানিমূলক মন্তব্যে বিশ্বাস করে না বলে জানান ফিরহাদ ৷ তাঁর মতে, "কেউ উস্কানি দিলে দিক ৷ কিন্তু, বাংলার মানুষ তাতে পা দেবে না ৷" বাংলার সর্বধর্ম সমন্বয়ের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রাহ্মণ হওয়ার প্রসঙ্গও টেনে আনেন ফিরহাদ ৷

উল্লেখ্য, আগামী সোমবার অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা করবেন ৷ সেই দিন বিকেলেই কলকাতায় সম্প্রীতি মিছিল করবেন মমতা ৷ কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি ৷ এরপর সেখানে আরতি করবেন ৷ কালীঘাট থেকে বেরিয়ে হাজরা পার্ক থেকে মিছিল শুরু করবেন মুখ্যমন্ত্রী ৷ বাইকে করে গুরুদ্বারে যাবেন ৷ সেখান থেকে বেরিয়ে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে মিছিল করে পার্স সার্কাস যাবেন ৷ সেখানে মসজিদ ও গির্জায় যাবেন প্রার্থনা করতে ৷

এরপর পার্ক সার্কাস ময়দান থেকে সভা রয়েছে মমতার ৷ জানা গিয়েছে, এর মাঝে রাস্তায় যত মন্দির রয়েছে সেগুলিতে ঢুকবেন তিনি ৷ উল্লেখ্য, তৃণমূলের এই সমগ্র কর্মসূচিকে নিশানা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানেই মমতার মিছিলে হাঁটা লোকজনদের পাকিস্তানপন্থী বলে নিশানা করেন তিনি ৷ এমনকি জালি হিন্দু বলেও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা ৷ পাশাপাশি, এও জানান আগামী 22 জানুয়ারি মমতার মিছিলের আগে কলকাতার রাম মন্দিরে পুজো দেবেন শুভেন্দু ৷

আরও পড়ুন:

  1. অযোধ্যা স্থানীয়দের ফোনের রিংটোন বা কলার টিউন এখন রামময়
  2. 21 বৈদিক বিধি মেনে মুখ উন্মোচন হল রামলালার মূর্তির, পড়ুন বিস্তারিত
  3. রামমন্দির উদ্বোধনে সাক্ষী থাকতে আসানসোল থেকে অযোধ্যায় পাড়ি করসেবক অভয়ের

ABOUT THE AUTHOR

...view details