পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ায় বিভীষিকা ! বাড়িতে 5 দিনে 7 বার আগুন; ‘ভৌতিক’ কাণ্ডে আতঙ্কিত পরিবার - Weird Fire in Bankura

Weird Fire Breaks Out in Bankura: বারবার আগুন লাগছে বাড়িতে ৷ কারণ জানতে ধন্দ্বে বাঁকুড়ার কৃষক পরিবার ৷ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে সিমলাপালের জামবেদিয়া গ্রামের তপন লোহারের পরিবার ৷

Weird Fire in Bankura
বাঁকুড়ায় বিভীষিকা ! (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 8:21 PM IST

সিমলাপাল, 1 অগস্ট: সকাল-সন্ধ্যা নিয়ম করে বাড়ির বিভিন্ন জায়গায় আগুন লেগে যাচ্ছে ৷ পুলিশ-দমকলকে ডেকেও কোনও সুরাহা হয়নি ৷ নিয়মিত ব্যবধানে আগুন লাগার কারণ খুঁজে বের করতে পারছেন না কেউই ৷ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে সিমলাপালের জামবেদিয়া গ্রামের তপন লোহারের কৃষক পরিবার ৷

কী হয়েছে ?

তপন লোহার পেশায় কৃষক ৷ গত রবিবার বিকেল চারটা নাগাদ প্রথম আগুন লাগে তাঁর বাড়ির বারান্দায় । সেই সময় লোহার পরিবারের কেউই বাড়িতে ছিলেন না । প্রতিবেশীরা ধোঁয়া দেখে চাষাবাদের কাজে ব্যস্ত তপন ও তাঁর পরিবারের লোককে ডেকে আনেন । সকলে মিলে জল দিয়ে সেই আগুন নিভিয়ে ফেলেন ।

তপন লোহারের স্ত্রী রিনা লোহার বলেন, ‘‘প্রথম দিনে দু’বার আগুন লাগার ঘটনা ঘটেছিল । প্রতিবেশীরা আগুন নিভিয়ে দিয়েছিলেন । আমরা সেই সময় মাঠে চাষের কাজে ব্যস্ত ছিলাম । প্রতিবেশীরা প্রথমে মনে করেছিলেন, গ্যাস থেকে আগুন ছড়িয়েছে । কিন্তু গ্যাস বন্ধ করা ছিল । তারপর থেকে প্রায় প্রতিদিন নিয়ম করে আমাদের ঘরের বিভিন্ন জায়গায় হঠাৎ আগুন জ্বলে উঠছে । চোখ খুললেই আগুন দেখতে পাচ্ছি ।’’

‘ভৌতিক কাণ্ডে’র কারণ খুঁজছেন কৃষক (ইটিভি ভারত)

এরপরই শুরু হয়েছে আগুন লাগার ঘটনা ৷ এখনও পর্যন্ত 7 বার আগুন লেগেছে তাঁর বাড়িতে । নিয়মিত অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত গোটা এলাকা । জানা গিয়েছে, আতঙ্কে কয়েকদিন ধরে ঠিক মতো খাবার পর্যন্ত পেটে পড়েনি এই পরিবারের লোকজনের । লোহার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিমলাপালের বিডিও মানস চক্রবর্তী ।

মানস চক্রবর্তী বলেন, ‘‘আমি দমকল বিভাগকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম । ওদের বাড়িতে বহু কাঠ, বাঁশ রাখা ছিল । কী কারণে এই আগুন লাগছে তা খতিয়ে দেখা হচ্ছে । প্রশাসন ওই পরিবারের পাশে রয়েছে । আতঙ্কিত হওয়ার কিছু নেই ।’’ তবে বিডিও’র আশ্বাসবাণীতেও আতঙ্ক যাচ্ছে না লোহার পরিবারের ৷

কী কারণে আগুন লাগতে পারে ?

এই অদ্ভুত অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি শ্রীকান্ত চট্টোপাধ্যায়ের অভিমত, ‘‘জঙ্গলাকীর্ণ গ্রামাঞ্চলে মূলত এই বর্ষার সময় গোবর, গাছের পাতা, কাঠ, খড় স্তুপীকৃত অবস্থায় থাকে ৷ বৃষ্টির জলে পচন ধরার কারণে মিথেন গ্যাস তৈরি হয় ৷ এই মিথেন গ্যাস অক্সিজেনের সংস্পর্শে আসার কারণে যেখানে সেখানে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আমরা অবিলম্বে বাঁকুড়া জেলা বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের এই বাড়িতে পাঠাব ।’’

ABOUT THE AUTHOR

...view details