পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজি প্রতিযোগিতার জন্য বাড়িতে তুবড়ি বানাতে গিয়ে বিস্ফোরণ ! আগুনে ঝলসে হাসপাতালে বাবা-ছেলে

মিক্সারে তুবড়ির মশলা মেশানো হচ্ছিল বলে দাবি স্থানীয়দের ৷ সেই সময় বিস্ফোরণ ঘটে ও বাড়িতে আগুন লেগে যায় ৷

FIRECRACKERS BLAST IN RISHRA
বাড়িতে তুবড়ি বানাতে গিয়ে বিস্ফোরণ রিষড়ায় ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

রিষড়া, 30 অক্টোবর: বাড়ির মধ্যে বাজি তৈরি করতে গিয়ে লাগল আগুন ৷ মিক্সারে বাজির মশলা মেশাতে গিয়ে বিস্ফোরণ হয় বলে অভিযোগ ৷ মঙ্গলবার রাতে হুগলির রিষড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের টিসি মুখার্জি স্ট্রিটের ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন ৷ তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, কালীপুজো উপলক্ষে বাড়ির তিনতলায় চিলেকোঠার ঘরে তুবড়ি বানাচ্ছিলেন মধুসূদন দত্ত এবং তাঁর ছেলে মহেন্দ্রনাথ দত্ত ৷ স্থানীয়দের দাবি, বাজি তৈরির মশলা মেশানোর জন্য তাঁরা মিক্সার ব্যবহার করছিলেন ৷ কোনও ভাবে সেই মিক্সারে বিস্ফোরণ হয় ৷ আর তার থেকেই পুরো ঘরে আগুন ধরে যায় ৷ বিস্ফোরণের ফলে আগুনের হলকায় মধুসূদন দত্ত এবং তাঁর ছেলের শরীরের সামনের অংশের অনেকটা ঝলসে গিয়েছে ৷

বাড়িতে তুবড়ি বানাতে গিয়ে বিস্ফোরণ রিষড়ায় ৷ (ইটিভি ভারত)

আহত মধুসূদনের ভাই সৌমেন দত্ত জানিয়েছেন, সেই ঘরে আরও অনেক বাজি রাখা ছিল ৷ ফলে দ্রুত আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে ৷ ওই ঘরে থাকা জামাকাপড়, বই-সহ আসবাবপত্রে আগুন ধরে যায় ৷ ঘটনার পর, স্থানীয়রাই মধুসূদন এবং তাঁর ছেলে মহেন্দ্রকে উদ্ধার করেন ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও সরু গলির মধ্যে বাড়ি হওয়ায়, সেগুলি ভিতরে ঢুকতে পারেনি ৷ পরে একটি ছোট ইঞ্জিন নিয়ে আসা হয় ৷ তার সাহায্যে বড় ইঞ্জিন থেকে পাইপে জল টেনে আগুন নেভানো হয়েছে ৷

স্থানীয় বাসিন্দা সুব্রত দাস এবং স্বপন দে বলেন, প্রতিবছর কালীপুজোর আগে মধুসূদন দত্ত এবং তাঁর ছেলে মহেন্দ্রনাথ দত্ত তুবড়ি বানাতেন ৷ পাড়ার কালীপুজোয় বাজি প্রতিযোগিতায় সেই তুবড়ি জ্বালানো হত ৷ তাঁদের দাবি, সেই তুবড়ির মশলা মেশানোর সময় দুর্ঘটনা ঘটেছে ৷ তবে, জনবসতি এলাকায় বাড়ির মধ্যে এভাবে বাজি তৈরি করার ঘটনায়, এলাকার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details