কলকাতা, 25 জুন:পার্ক স্ট্রিট, কসবার অ্যাক্রপলিস মলের পর এবার বড়বাজারের মেহেতা বিল্ডিংয়ে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ৷ কী থেকে আগুন লাগল তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে, ওই বিল্ডিংয়ের তিনতলায় কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে বলেই স্থানীয়দের দাবি।
স্থানীয়রা আরও দাবি করেছেন, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ৷ তা দেখার পরই আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে যেতে থাকেন মানুষজন । যাঁরা যতটুকু পারেন তাঁরা তাঁদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিল্ডিং থেকে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন । কিন্তু এলাকা ঘিঞ্জি হওয়ায় যানজটের পরিস্থিতি তৈরি হয় । পার্শ্ববর্তী বিল্ডিং, ওলিগলি সমস্ত জায়গায় মানুষ ভিড় করে দাঁড়িয়ে পড়ে ৷ অন্যদিকে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল আধিকারিকরা । যাতে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে না-পড়ে সেই চেষ্টাও দমকলের তরফে চালিয়ে যাওয়া হচ্ছে ।