কলকাতা, 2 জুলাই: ধাপার রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 20টি ইঞ্জিন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধাপার মাঠপুকুর সায়রাবাদের একটি মোবিল কারখানায় সকাল 11.45 নাগাদ আগুন লাগে ৷ দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়াতে থাকে ৷ দমকলকে খবর দিলে, প্রথমে একটি ইঞ্জিন আসে ৷ পরে এক এক ইঞ্জিন আসতে শুরু করে ৷ শেষমেশ দমকলের 20টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ৷ বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে ৷ তবে আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলে জানা গিয়েছে ৷
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দমকল কর্মীদের সঙ্গেও কথা বলেন দমকলমন্ত্রী সুজিত বসু ৷ পরে সাংবাদিকদের তিনি বলেন, "ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে দমকল তৎপরতার সঙ্গে আগুন নেভায় ৷ এখানেও তাই হয়েছে ৷ খবর পেয়েই সিনিয়র আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়েছি ৷ তাঁরা যা ব্যবস্থার নেওয়ার নিয়েছেন ৷ দ্রুতকতার সঙ্গে আমরা ঘটনাস্থলে 20টি ইঞ্জিন পাঠিয়েছি ৷ আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ "