পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভদ্রেশ্বর প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ঘণ্টাকয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে

Fire on Factory: ভদ্রেশ্বরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। আগুনের গ্রাসে পুড়ে ছাই একাধিক জিনিস ৷ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷

Etv Bharat
প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 11:44 AM IST

বিঘাটি (হুগলি), 3 মার্চ: ভদ্রেশ্বরে বিঘাটিতে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। দমকলের দু'টি ইঞ্জিন ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কারখানায় প্লাস্টিকের ব্যবহৃত বোতল-সহ বর্জ্য জিনিসপত্র সবই আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ কারখানায় কীভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।

চন্দননগর দমকল দফতরের আধিকারিক বলদেব সাঁতরা বলেন, "কীভাবে আগুন লেগেছে বলা যাবে না। তবে প্রচুর প্লাষ্টিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে।" তৃণমূল নেতা অশোক চৌধুরী জানান, স্থানীয় মানুষজন আগে থেকেই অভিযোগ জানিয়েছিল কারখানার মালিক কোনও প্রোটোকল মানেননি কারখানা তৈরির ক্ষেত্রে ৷ অগ্নিনির্বাপকের কোনও রকম ব্যবস্থা ছিল না কারখানায়। একাধিকবার এই বিষয়ে বলা হলেও কান দেননি ৷ ব্যবস্থা নেওয়া হবে ৷

যদিও কারখানার মালিকের অভিযোগ, কেউ বা কারা কারখানায় আগুন ধরিয়ে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ এই কারখানায় কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা কিছু ছিল না। কারখানার পাশেই ছিল পালাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি।সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ছিল স্থানীয় বাসিন্দারা। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ খতিয়ে দেখছে ভদ্রেশ্বর থানার পুলিশ।

জানা গিয়েছে, পালাড়া সমবায়ের পাশেই কয়েক বিঘা জমি নিয়ে এই পুরনো প্লাস্টিকের কারখানা তৈরি হয়েছিল। এখানে 30 জন শ্রমিক কাজ করেন। রবিবার ভোরে হঠাৎই আগুন লেগে যায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।

ABOUT THE AUTHOR

...view details