কলকাতা, 18 নভেম্বর: অ্যাক্রোপলিস মলে ফের অগ্নিকাণ্ড ৷ সোমবার সকালে ওই শপিং মলের ফুড কোর্টের একটি দোকানে আগুন লাগে ৷ এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় ৷ তবে উপস্থিত অগ্নি নির্বাপন ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ আগুনের খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছলেও তার আর দরকার পড়েনি ৷ এই ঘটনায় কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় শপিং মল ৷ উল্লেখ্য, পাঁচ মাসের ব্যবধানে ফের আগুন লাগল অ্যাক্রোপলিস মলে ৷
গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সল্টলেক অঞ্চলে । এরপর সোমবার সকাল হতে না হতেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায় । অ্যাক্রপলিস মলের ফুড কোর্টের একটি মোমোর দোকানে একটি ফ্রাইং প্যান থেকে আগুন লাগে বলে প্রাথমিক খবর । তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা । ফলে দমকলের আর প্রয়োজন পড়েনি ৷ তবে এই ঘটনায় শপিং মলে তীব্র আতঙ্ক ছড়ায় ৷ কিছুক্ষণের জন্য মল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ ৷ আগুন নিয়ন্ত্রণে আসার পর পুনরায় শপিং মল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ।