জয়নগর, 6 অক্টোবর: একদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ আরেকদিকে সিপিআইএমের উঠতি দুই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপ্সিতা ধর ৷ এই চারজনের বিরুদ্ধে সাউথ পোর্ট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ ৷ জয়নগর-কাণ্ডে মৃত নাবালিকার দেহ সংরক্ষণের দাবিতে কাটাপুকুর মর্গের বাইরে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷
অন্যদিকে, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের তরফে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে জয়নগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ শনিবার বিকেলে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের বাইরে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির ঘটনায় এই অভিযোগ দায়ের করা হয়েছে ৷ দু’টি ক্ষেত্রে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর করেছে পুলিশ ৷
গতকাল দিনভর জয়নগরের মহিষমারি এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছিল 10 বছরের স্কুল ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে ৷ এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে ৷ এই ঘটনায় কেন্দ্রীয় হাসপাতালে নাবালিকার দেহের ময়নাতদন্ত ও পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফির দাবিতে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং কর্মী-সমর্থকরা ৷ সেখানে দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতাল চত্বর ঘেরাও করে রাখে বিজেপি ৷
পুলিশ নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য কাটাপুকুরে নিয়ে আসার সময় বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ সেখান থেকে কোনওরকমে দেহ নিয়ে পুলিশ বেরলে রাস্তায় অ্যাম্বুল্যান্স আটকানোর অভিযোগ ওঠে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এরপর কাটাপুকুর মর্গের বাইরে সিপিআইএম ও বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয় ৷ সেখানে অগ্নিমিত্রা পাল, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে বিজেপির তরফে লাগাতার স্লোগান দেওয়া হয় ৷ তাঁদের সঙ্গেই শাসকদল ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন সিপিআইএমের দীপ্সিতা ধর, কনীনিকা ঘোষ-সহ অন্যান্যরা ৷
সিপিআইএমের তরফে অভিযোগ করা হয়, বিজেপি ও তৃণমূল যোগসাজশ করে নাবালিকার দেহের দ্রুত ময়নাতদন্ত করাচ্ছে ৷ এই অভিযোগে কাটাপুকুর মর্গের বাইরে বিক্ষোভ দেখায় সিপিআইএম ৷ এমনকি পুলিশের সঙ্গে সেখানে হাতাহাতিও হয় বাম কর্মী-সমর্থকদের ৷