কলকাতা, 1 সেপ্টেম্বর: শারদোৎসব আসতে দিন কয়েকের বাকি থাকলেও এখন আকাশে-বাতাসে আগমনীর নয়, বিচারেরই সুর ভাসছে । উৎসবের দোরগোড়ায় সমাজে ধর্ষণ, খুনের মত ঘটনায় যুক্ত সব অসুরের ‘বধ’ চেয়েই মায়ের কাছে প্রার্থনা করছেন কুমোরটুলি মহিলা মৃৎশিল্পী মালা পাল, কাকলী পাল, চায়না পালরা ।
আগস্টের শুরুতে আরজি করে ভয়ঙ্কর ঘটনা ঘটে । তারপর থেকেই উত্তাল তিলোত্তমা । কলকাতা পুলিশ হয়ে তদন্তভার গিয়েছে সিবিআই’য়ের হাতে । তবে এখনও কেউ নির্দিষ্ট করে জানাতে পারেনি ঠিক কী ঘটেছিল ? ফলে এখন চারিদিকে একটাই স্লোগান, ‘আরজি করের বিচার চাই ।’ আর এই স্লোগানেই ঢাকা পড়ছে উৎসবের উন্মাদনা ৷
আরজি কর কাণ্ডে প্রতিবাদে কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা (ইটিভি ভারত) তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে সমাজের বাকিদের মতই সোচ্চার হয়েছেন কুমোরটুলির বিখ্যাত মহিলা মৃৎশিল্পীরাও । শিল্পী মালা পাল বলেন, ‘‘এখনও পর্যন্ত তদন্ত তেমন কিছু দেখতে পাচ্ছি না । সব অসুরকে ‘বধ’ করতে হবে । ফাঁসি চাই এই ঘটনায় যুক্ত অপরাধীদের । মায়ের কাছে প্রার্থনা, সব ক’টা মাথা ধরা পড়ুক । তদন্ত যেন থিতিয়ে না-যায় । আর কোনও মায়ের কোল যাতে খালি না-হয় । নারী নির্যাতনের ঘটনা খারাপ। সেটা চাপা দেওয়ার চেষ্টা আরও খারাপ ।’’
শিল্পী চায়না পাল বলেন, ‘‘একটা মেয়ে এত কষ্ট করে দারিদ্র্যতার সঙ্গে লড়াই করে উঠে আসছিল। পরিবার আলোর মুখ দেখছিল । এই ঘটনায় সব শেষ হয়ে গেল। এই নৃশংস ঘটনা ঘটল কী করে ? এর উত্তর তো দিতে হবে । ’’ আরেক শিল্পী কাকলী পাল বলেন, "যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শাস্তি পাক। মেয়েটাকে খুব কষ্ট দিয়ে মেরেছে। আমরা চাই একটা ন্যায্য বিচার হোক।"