কলকাতা, 23 সেপ্টেম্বর: নাইট ডিউটি করতে গিয়েই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণের শিকার হতে হয় এবং খুন হতে হয় বলে অভিযোগ ৷ তার পর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে সরব হয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ সেই আন্দোলন শেষে গত শনিবার থেকে ফের কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তার পরও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাতে কাজ করতে ভয় পাচ্ছেন মহিলা চিকিৎসকরা ৷ তাই অনেক বিভাগেই রাতে কাজ করছেন না মহিলা চিকিৎসকরা ৷
সেই বিভাগগুলির মধ্যে অন্যতম ইএনটি৷ ওই বিভাগের জুনিয়র চিকিৎসক শ্রেয়া সাউ বলেন, "আমরা জরুরি পরিষেবা চালু করেছি । কিন্তু রাতে ডিউটি করব, সেই বিশ্বাস এখনও আসছে না । কারণ, আসল অপরাধীরা খোলা আকাশের তলায় ঘুরে বেড়াচ্ছে । তাই আমরা কিছু বিভাগে রাতে ডিউটি মেয়েদের ডিউটি রাখা হচ্ছে না । লোকবল দেখে সেই রোস্টার তৈরি করা হয়েছে ।"
উল্লেখ্য, পাঁচদফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ সেই দাবিগুলির মধ্যে অন্যতম ছিল নিরাপত্তার বিষয়টি ৷ সুপ্রিম কোর্টের শুনানিতে এই বিষয়টি নিয়ে টানাপোড়েন হয়েছে ৷ শীর্ষ আদালত চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয় নিয়ে রাজ্যকে নির্দেশ দিয়েছে ৷ আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকেও এই বিষয়টি বারবার উঠেছে ৷