মেমারি, 27 মে: রেমাল ঘূর্ণিঝড়ের জেরে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা-ছেলের ৷ সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির কোনারপাড়া এলাকার ঘটনা । মৃতদের নাম তরুণ সিং(30) ও ফরে সিং (64)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় গাছের ডাল, ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তাঘাট ও মাঠে পড়ে যায় । সোমবার সকাল হতেই বাবা ও ছেলে দু'জন মিলে বাড়ির কাজের জন্য বাইরে বেরিয়েছিলেন । তখন ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল । এদিকে রাস্তার পাশে যে তার ছিঁড়ে পড়ে ছিল সেটা তাঁরা খেয়াল করেননি । ফলে তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা-ছেলে । স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । সেখানে দু'জনকেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।
রেমালের জের ! ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা-ছেলের - CYCLONE REMAL
Remal Effects: ঝড় থামতেই সকাল সকাল কাজে বেরিয়েছিলেন বাবা ও ছেলে ৷ তবে রাস্তায় যাওয়ার পথে ছিঁড়ে পড়ে থাকা তার চোখে পড়েনি তাঁদের ৷ তার উপর পা দিতেই ...
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
Published : May 27, 2024, 3:02 PM IST
আরও পড়ুন : ছেলেকে আনতে বেরনোই কাল হল! কলকাতায় রেমালের তাণ্ডব প্রাণ কাড়ল প্রৌঢ়ের
এই ঘটনায় মৃত ফরে সিং-এর ভাইপো কিরণ সিং বলেন, "এদিন সকালের দিকে বাবা ও ছেলে মিলে কাজের জন্য বাইরে বেরিয়েছিল। রাস্তায় ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে ছিল । সেটা তারা খেয়াল করেনি । ওই তারের সংস্পর্শে আসতেই তাঁরা তড়িতাহিত হন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দু'জনকেই মৃত বলে ঘোষণা করা হয় ।"