সোদপুর, 24 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে প্রথম থেকে ৷ জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ৷ এবার নির্যাতিতার পরিবারের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন এই তৃণমূল নেতা ৷
নির্মলের অভিযোগ, দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য নির্যাতিতার মা-বাবা কেউ একবারও বলেননি ! তাঁর কথায়, "সেদিন যদি নির্যাতিতার বাবা বলতেন তাঁর মেয়ের দেহ সংরক্ষণ করতে চান । দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে চান । তাহলে রেখে দিতাম । তখন তো এসব কথা একবারের জন্যও উনি বলেননি ।"
বিস্ফোরক তৃণমূল বিধায়ক নির্মল (ইটিভি ভারত) তৃণমূল বিধায়কের কথায়, "ঘটনার পরের দিন থেকে এই সমস্ত কথা যাঁদের দিয়ে উনি বলাচ্ছেন, আন্দোলনের রাশ এখন আর তাঁদের হাতে নেই ৷ রাশ এখন সাধারণ মানুষের হাতে ৷ আর তাঁরা চাইছেন ধর্ষণ ও খুনের ঘটনার দোষীদের শাস্তি ৷"
নির্যাতিতার পরিবার কী কারও কথা শুনে এসব করছেন ? এই ঘটনার পিছনে রাজনীতির লোকেরা রয়েছেন ? এর জবাবে বিধায়ক নির্মল ঘোষ বলেন, "আমি এসব নিয়ে বলতে চাই না । ওরা যেটা ভালো বুঝছেন, সেটাই করছেন । এটুকু বলতে চাই, আমার বিরুদ্ধে যত অভিযোগই উঠুক, আমি আমার সুবিচারের দাবি থেকে সরছি না । সকলে সরে গেলেও আমি আমার দাবিতে অনড় থাকব । প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে সুবিচার চাইব ।"
ডাকা না সত্ত্বেও নিজে থেকেই নির্যাতিতা চিকিৎসক তরুণীর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে । সেই অভিযোগের ব্যাখা দিতে গিয়ে নির্মল ঘোষ বলেন, "আমি কর্তব্য পালন করেছি মাত্র । সেই দিন ঘটনাটি জানার পর হাসপাতালে যাওয়ার পর মৃতদেহের সঙ্গে ওদের বাড়ি ছুটে গিয়েছি । আবার ওর বাবা-মা এবং পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে পানিহাটি শ্মশানে গিয়েছি ।"
সেই সঙ্গে তিনি আরও বলেন, "শ্মশানে শুধু আমি একা ছিলাম না । বহু সাধারণ মানুষ, কাউন্সিলর, এমনকী পুলিশের লোকও ছিল । 'ফ্রি' পরিষেবা আমি সাধারণত দিয়ে থাকি না । ওটা দেওয়া কাউন্সিলরের কাজ । কাউন্সিলর কী করেছেন, না করেছেন, তার তো তথ্যপ্রমাণ রয়েছে ।"
উল্লেখ্য, 9 অগস্টের রাতে পানিহাটি শ্মশানে নির্যাতিতার দেহ সৎকারের সময় বিধায়ক নির্মল ঘোষের সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ অভিযোগ করেন খোদ নির্যাতিতার পরিবারের লোকজন ৷ সোমবার বিকেলেও নির্যাতিতার দেহের ভিআইপি 'ট্রিটমেন্ট' নিয়ে মুখ খুলেছিলেন তাঁর বাবা ।
সোমবার রাতে নির্মলের বাড়িতে দেখা করতে যান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ৷ পানিহাটির বিধায়কের পাশে দাঁড়িয়ে পার্থ ভৌমিক বলেন, "কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে এলাকার বিধায়ক হিসাবে নির্মল ঘোষের সেখানে যাওয়াটা সামাজিক কর্তব্য । সামাজিক কর্তব্য পালন করার জন্য যদি সিবিআই ডাকে, তাহলে তার জন্য দলের সব বিধায়ক সিবিআই-এর মুখোমুখি হতে রাজি । সিবিআই নির্মল ঘোষকে কেন ডেকেছে, সেটা সকলেই বুঝতে পারছে ।"