পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের উপর ভরসা নেই, এনআইএ তদন্ত চায় ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতার পরিবার - BHATPARA SHOOTOUT

চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে খুনিরা ৷ এমন পরিস্থিতিতে রাজ্য পুলিশের উপর বিশ্বাস হারিয়ে ফেলে এনআইএ তদন্ত চাইছেন ভাটপাড়ায় মৃত তৃণমূল নেতার পরিবার ৷

Bhatpara TMC Leader Murder Case
এখানেই খুন হল তৃণমূল নেতা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 5:54 PM IST

ভাটপাড়া, 15 নভেম্বর: ভাটপাড়া-কাণ্ডে পুলিশের উপর ভরসা নেই নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবারের । খুনের ঘটনায় এনআইএ তদন্ত চাইছেন পরিবারের সদস্যরা । প্রয়োজনে এনআইএ তদন্তের দাবিতে রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হওয়ারও ইঙ্গিত দিয়েছেন তাঁরা ।

ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনের পর 48 ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ একজনকে ছাড়া নতুন করে আর কাউকেই গ্রেফতার করতে পারেনি। ঘটনার মূল অভিযুক্ত সুজল সাউ এখনও অধরা। যা নিয়ে ক্ষোভ দানা বেঁধেছে নিহতের পরিবারের মধ্যে । পরিবারের অভিযোগ, পুলিশের চোখের সামনেই বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা । তারপরও পুলিশ কিছু করছে না । পুলিশ নেতাদের কথায় চলছে । এই পুলিশের উপর ভরসা থাকবে কীভাবে ? এই বিষয়ে নিহতের পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং ।

ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের তদন্তে পরিবারের বক্তব্য (ইটিভি ভারত)
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনের ঘটনার ব‍্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাসের নেতৃত্বে একটি সিট গঠন করা হয়েছে । তাঁরাই এই বিষয়ে যাবতীয় তদন্ত চালাচ্ছে । পলাতক অভিযুক্তদের ধরতে সব রকমের চেষ্টা চলছে । পুলিশ কর্তাদের আশা, দ্রুত তাদের গ্রেফতার করা সম্ভব হবে । এদিকে, কাউসার আলি বাদে বাকি অভিযুক্তরা এখনও অধরা থাকায় আতঙ্কে রয়েছে নিহত তৃণমূল নেতার পরিবার । নিরাপত্তার দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন তাঁরা ।

এই বিষয়ে নিহত অশোক সাউয়ের দাদা প্রদীপ কুমার সাউ বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ‍্যপালের সঙ্গে দেখা করে বলব, আমাদের নিরাপত্তা দেওয়া হোক । এলাকার লোকজনও নিরাপত্তাহীনতায় ভুগছেন । পুলিশের চোখের সামনে প্রকাশ্যে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছেন। আর পুলিশ বলছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না ! এটা কী করে সম্ভব ? এই পুলিশের উপর আমাদের ভরসা নেই । তাই আমরা এই খুনের ঘটনায় এনআইএ তদন্ত চাই ।"
তিনি আরও বলেন, "জগদ্দল থানার পুলিশকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা বললে তাঁরা জানায় সিসিটিভি কাজ করছে না ! লক্ষ লক্ষ টাকা খরচ করে বসানো সিসিটিভি যদি কাজ-ই না করে তাহলে লাভ কী ? নেতাদের আশ্রয়ে রয়েছে এই সমস্ত দুষ্কৃতীরা । তাঁরা পুলিশকে বলে দিচ্ছে কাকে ধরতে হবে ! আর কাকে ধরতে হবে না ! এই যদি পুলিশের অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের ভরসা থাকবে কীভাবে ? জগদ্দল থানা এলাকার অবস্থা ভয়ংকর ! তার জন্য দায়ী পুলিশ প্রশাসন এবং স্থানীয় নেতারা ।"

একই সুর শোনা গিয়েছে নিহত অশোকের ভাই কিশোর কুমার সাউয়ের গলাতেও । তাঁর কথায়,"এটা সত্যি পুলিশের চোখের সামনেই অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে । তাও কিচ্ছু করছে না পুলিশ । শুধু আশ্বস্তই করছে । তদন্তকারীরা তিনদিন সময় চেয়েছেন আমাদের কাছে । কিন্তু, তাতেও ওঁরা কাউকে ধরবে না, এটা জানি । কাজের কাজ কিছু না হলে আমরা রাজ‍্যপালের কাছে যাব । এনআইএ তদন্ত চাইব । আমরা যা হারানোর হারিয়ে ফেলেছি । তাই বলে, অভিযুক্তরা ঘুরে বেড়াবে এটা মেনে নেব না । তাদের শাস্তি দেওয়া দরকার ।"

অন‍্যদিকে, নিহত তৃণমূল নেতার পরিবার এনআইএ তদন্ত চাওয়ায় অস্বস্তির মুখে পড়েছে শাসকদল । এই নিয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যাম বলেন, "অশোক সাউয়ের পরিবারকে কেউ ভুল বোঝাচ্ছে। এনআইএ, সিবিআই এবং ইডি হল কেন্দ্রীয় সরকারের শাখা অফিস। এরা বিজেপির কথায় চলে। আরজি কর-কাণ্ডেও তো সিবিআই তদন্ত হয়েছে । তাতে লাভ কী হয়েছে ! রাজ‍্যের পুলিশ যা তদন্ত করেছিল, সেই তদন্তই করছে । এখানকার পুলিশ যথেষ্ট দক্ষ । তাঁরা ঠিক সময়মতো অভিযুক্তদের ধরে ফেলবে । পালিয়ে যাবে কোথায় ?"

ABOUT THE AUTHOR

...view details