পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদ্যপানের প্রতিবাদ করায় 'মারধর', বাদ গেল না শিশুও; অভিযুক্ত তৃণমূল - Family Beaten in Rajarhat - FAMILY BEATEN IN RAJARHAT

Family Beaten in Rajarhat: আবারও মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল। রাজারহাটে বাড়ির সামনে বসে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের চার সদস্য ৷ অভিযোগের আঙুল তৃণমূলের দিকে ৷

Tmc Goons Allegedly Beaten Up
মদ্যপানের প্রতিবাদে মারধর (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 6:03 PM IST

কলকাতা, 8 জুলাই: মদ্যপ অবস্থায় গালিগালাজের ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের চারজন ৷ ঘটনাটি ঘটেছে রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েতে ভাতুরিয়া এলাকায় ৷ অভিযোগ দায়ের হয়েছে পুলিশে ৷ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ ৷

মদ্যপানের প্রতিবাদ করায় পরিবারের সদস্যদের মারধর (ইটিভি ভারত)

অভিযোগ, রবিবার রাত 10টা নাগাদ স্থানীয় চক্রবর্তী পরিবারে বাড়ির সামনে মদের আসর বসিয়েছিলেন বিষ্ণুপুর 1 পঞ্চায়েতের সদস্য চম্পা লোধের খুড়তুতো ভাই হীরক মুখোপাধ্যায়, তাঁর সহযোগী প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ মুখোপাধ্যায়-সহ বেশ কয়েকজন ৷ ঘটনার প্রতিবাদ করেন কুশল চক্রবর্তী ৷

দুই পক্ষের বচসায় ধাক্কাধাক্কি শুরু হয় ৷ তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন ৷ এরপরেই 10-15 জন বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের উপর হামলা চালায় বলে জানান কুশলের ভাই কৌশিক ৷ তাঁর দাবি, ফুলের টব দিয়ে বাবা-মা, দাদার উপর হামলা চালানো হয় । তাঁর সাত বছরের মেয়েকেও ছাড়া হয়নি"। তিনি আর জানান, বাড়ির বাইরে থাকা বাইকেও ভাঙচুর চালানো হয় ৷ এই ঘটনায় গোটা পরিবার আতঙ্কিত। প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে পরবর্তীতে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে চম্পা লোধের স্বামী কল্যাণ লোধ জানান, তাঁর স্ত্রীর নিজের কোনও ভাই আছে বলে তাঁর জানা নেই ৷ হয়তো জ্যাঠার ছেলে-কাকার ছেলে আছেন ৷ তিনি বলেন, "তাঁদের মধ্যে কে কী করল তার দায়িত্ব আমি নেব না ৷ কে কোথায় বসে মদ্যপান করছেন, তাও দেখতে যাব না ৷ তবে একটা কথা বলতে চাই, যদি কেউ অন্যায় করে থাকেন তাহলে তার জন্য আইন আছে ৷ আইন আইনের পথেই চলবে ৷ আমি কোনওদিন অন্যায়ের পাশে দাঁড়াইনি । আগামিদিনেও দাঁড়াব না।" অভিযোগ দায়েরের পর সন্দীপ মুখোপাধ্যায় নামে এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 118 ধারায় মামলার রুজু করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details