পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নকল ওষুধে নামী কোম্পানির 'ভুয়ো' কোড ! আমতায় 17 লাখের জাল ওষুধ উদ্ধার - FAKE MEDICINE CASE

ওষুধেও ভেজাল ! যা প্রাণঘাতী হতে পারে বলে বারবার সতর্ক করেন চিকিৎসকরা । এবার সেই ভয়াবহ সত্য ফের সামনে আনল হাওড়ার ঘটনা ।

Howrah News
আমতায় জাল ওষুধ উদ্ধার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2025, 7:00 PM IST

আমতা, 21 ফেব্রুয়ারি:দেখে বুঝতে পারবেন না আসল না নকল ৷ নামী ওষুধ প্রস্তুতকারক সংস্থার নামে লাগানো ভুয়ো কিউআর কোড ৷ এই ভাবেই জাল ওষুধের কারবার চলছিল হাওড়ার আমতায় ৷ সেই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিতেই চমকে যান রাজ্যের ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকরা । আমতার মান্না এজেন্সি থেকে এমনই 17 লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছে ৷

জানা গিয়েছে, অত্যন্ত সুচতুর উপায়ে নামী ওষুধ কোম্পানির আসল কিউআর কোড নকল করে ওই জাল ওষুধের গায়ে লাগানো হচ্ছিল । এই প্রতারণার জাল কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখছে প্রশাসন । ঘটনার পরই ওই সংস্থার মালিককে গ্রেফতার করা হয়েছে । প্রশ্ন উঠেছে, এখান থেকেই কী গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছিল এই জাল ওষুধ ? কাদের মাধ্যমে এই ওষুধ সরবরাহ করা হত ? তদন্ত শুরু করেছে পুলিশ ও স্বাস্থ্য দফতর । ইতিমধ্যেই গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে ।

জাল ওষুধ বাজেয়াপ্তের ঘটনায় চিকিৎসকের বক্তব্য (ইটিভি ভারত)

এটাই প্রথম নয়, এর আগেও কলকাতায় উদ্ধার হয়েছিল প্রায় 6.5 কোটি টাকার নকল জীবনদায়ী ওষুধ । সেই সময়ও সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছিল । জানা যায়, প্রায় 44 রকমের নিম্নমানের ওষুধ গোটা দেশের বাজারে ছড়িয়ে পড়েছে, যার উপাদানের মধ্যে ভেজাল রয়েছে ।

ড্রাগ কন্ট্রোল দফতর সূত্রের খবর, 2023 সালে কেন্দ্রীয় সরকার 300টি প্রয়োজনীয় ওষুধের গুণমান বজায় রাখতে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানিগুলিকে ওইসব ওষুধের উপর কিউআর কোড লাগানোর নির্দেশ দেয় । সেই মতো ওষুধ কোম্পানিগুলি তাদের ওষুধের উপর কিউআর কোড লাগিয়ে দেয় । সূত্রের খবর, সম্প্রতি একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার রক্তচাপের ওষুধের কিউআর কোড জাল হয় । বিষয়টি সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির নজরে এলে তারা তা রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জানায় ।

এরপরই রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তদন্তে নেমে ওষুধ কোম্পানির অভিযোগের সত্যতা জানতে পারেন । তদন্তে আরও জানা যায়, এই জাল ওষুধ বিহার থেকে আনা হয়েছে এবং আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থা রাজ্যের বিভিন্ন জেলায় এই জাল ওষুধ সরবরাহ করেছে । আর এরপরেই বৃহস্পতিবার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা আমতায় ওই এজেন্সির গোডাউনে হানা দিয়ে প্রচুর পরিমাণে জাল ওষুধ উদ্ধার করে এবং সংশ্লিষ্ট মালিককে গ্রেফতারও করা হয় । ওই এজেন্সি 1 কোটি 86 লক্ষ টাকার জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে বলে জানা গিয়েছে ।

প্রসঙ্গত, রাজ্যে ওষুধ নিয়ে বিতর্ক নতুন কিছু নয় । গত মাসেই 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল'-এর সরবরাহ করা 'রিঙ্গার ল্যাকটেট' স্যালাইন নিয়ে অভিযোগ ওঠে । পরীক্ষার পর দেখা যায়, এই সংস্থার তৈরি 16 টি নমুনাই মানদণ্ডে ফেল করেছে । কর্ণাটকের বেলারি জেলা হাসপাতালে ওই সংস্থার স্যালাইন ব্যবহারের পর পাঁচ প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে । এর পরও কীভাবে সরকারি হাসপাতালে এই স্যালাইন ব্যবহৃত হচ্ছিল, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় ।

ABOUT THE AUTHOR

...view details